শিরোনাম ::
‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার চকরিয়ায় ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে গাড়ি চাপা পড়ে ছোট বোন নিহত রামুর খুনিয়াপালংয়ের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন রামুর উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত নির্বাচন বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: সালাহউদ্দিন বসতঘরে মিলল ১ লাখ পিস ইয়াবা, নারী আটক টেকনাফে অস্ত্রের মুখে অটোরিকশা চালক অপহরণ উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারের জুলাই পদযাত্রা সফল করতে উখিয়ায় সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

দেশ গড়ো, অধিকার দাও, নাগরিক ভাবো—এই মূলমন্ত্রকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আগামীকাল ১৯ জুলাই কক্সবাজারে আসছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এই উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় উখিয়া প্রেসক্লাব হল রুমে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে
এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধাদের পক্ষে জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ সোহেল ইসলাম, মোহাম্মদ ফাহাদ এবং মিছবাহ উদ্দিন তাহিন চৌধুরী।

তারা বলেন, জুলাই পদযাত্রা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি সচেতন নাগরিক আন্দোলনের সূচনা, যার লক্ষ্য ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা।

নেতৃবৃন্দ জানান, বর্তমানে দেশের রাজনীতি ও প্রশাসনিক কাঠামো সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। দুর্নীতি, বৈষম্য ও রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই এই পদযাত্রার মূল লক্ষ্য।

জিনিয়া শারমিন রিয়া বলেন, “নারী, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কল্পনা করা যায় না। এনসিপির পদযাত্রা সেই অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।”

মোহাম্মদ সোহেল ইসলাম বলেন, আমরা রাজনীতি করি মানুষকে সঙ্গে নিয়ে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য— ক্ষমতা দখলের জন্য নয়।এনসিপি জনগণের কণ্ঠস্বরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়।

এসময় মোহাম্মদ ফাহাদ বলেন, “এই পদযাত্রা দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের সঙ্গে প্রত্যক্ষ সংলাপ ও সম্পর্ক গড়ে তোলার একটি রূপান্তরমূলক উদ্যোগ।”

মিছবাহ উদ্দিন তাহিন চৌধুরী বলেন, “দেশ এখন একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এনসিপি চায় এদেশে আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ভিত্তিক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠুক।”

সংবাদ সম্মেলনে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র পরবর্তী কর্মসূচির কথা জানিয়ে বলা হয়, কক্সবাজারে অবস্থানকালীন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হবে। এছাড়া বিভিন্ন মানবিক ইস্যু, রোহিঙ্গা সংকট, পরিবেশ বিপর্যয়, পর্যটনখাতে সম্ভাবনা ও নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করবেন নেতারা।

সংবাদ সম্মেলন প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, এনসিপি কোনো ক্ষমতাকেন্দ্রিক জোটে যাচ্ছে না বরং একটি বিকল্প, স্বতন্ত্র ও জনভিত্তিক রাজনৈতিক শক্তি হিসেবেই আত্মপ্রকাশ করছে।

এনসিপির এই পদযাত্রা ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে তরুণ সমাজসহ সচেতন নাগরিকদের মধ্যে সাড়া ফেলেছে বলে দাবি করেন দলের নেতারা।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে একটি ভিন্নধারার রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটি ‘নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও বিকেন্দ্রীকরণভিত্তিক প্রশাসন কাঠামো’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে।

উল্লেখ্য, এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ১৯ জুলাই কক্সবাজার আসবেন, নেতৃবৃন্দ কক্সবাজার ও বান্দরবান জেলার ৫ উপজেলায় গণসংযোগ করবেন।

###


আরো খবর: