শিরোনাম ::
চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ পন্ডঃ মঞ্চ ভাঙচুর চরম জনবল সংকটে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা কক্সবাজারে ট্রেনে ইয়াবা পাচার বেড়েছে রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার চকরিয়ায় ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে গাড়ি চাপা পড়ে ছোট বোন নিহত রামুর খুনিয়াপালংয়ের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারিদের কর্মবিরতি,

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

এম জিয়াবুল হক, চকরিয়া ::

নানাধরণের অনিয়ম অসঙ্গতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আয়ন ব্যায়ন কর্মকর্তা নুসরাত জাহানের পদত্যাগের দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে শিক্ষক -কর্মচারীরা। অপরদিকে এইচএসসির নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার ফরম পূরণের প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা দেওয়া হলেও গতকাল সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

আগেরদিন রোববার অধ্যক্ষের পদত্যাগ দাবিতে কলেজে কর্মবিরতি পালন শেষে এদিন রাত নয়টার দিকে চকরিয়া পৌরশহরের থানা সেন্টার এলাকায় সাংবাদিক সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষকেরা। এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের বিরুদ্ধে কলেজের ২৯ খাতে আর্থিক অসঙ্গতি অনিয়মের ফিরিস্তি তুলে ধরে লিখিত বক্তব্য দেন কলেজের রাস্ট্র বিজ্ঞানের প্রভাষক আবদুর রহিম। এসময় উপস্থিত ছিলেন আরও ১৫জন শিক্ষক শিক্ষিকা। সাংবাদিক সম্মেলনের আগে লিখিত বক্তব্যের কপি অভিযোগ হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর মহাপরিচালকের দপ্তরে পাঠিয়েছেন বলে জানিয়েছেন অভিযোগকারী শিক্ষকরা।

জানা গেছে, এবছর চকরিয়া সরকারি কলেজের প্রায় ১০৫০ জন এইচএসসি পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করে। কলেজ কর্তৃপক্ষের ঘোষিত ফলাফলে বিজ্ঞান বিভাগে ৬৯ জন, মানবিক ১১০ ও ব্যবসায় শিক্ষায় ১০৯ জন শিক্ষার্থী পাশ করে। এতে ফেল করে ৬৪০ জন শিক্ষার্থী।

জানতে চাইলে চকরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান বলেন, আমি কলেজের ভাবমূর্তি রক্ষা করতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার ফরম পূরণে অনীহা জানাই। পরে অবশ্য তাদেরকে পুনরায় টেস্ট পরীক্ষার সুযোগও দিয়েছি।
তারপরও কলেজের কতিপয় কিছৃ শিক্ষক উল্টো শিক্ষার্থীদের উস্কে দিয়ে আমার নামে অপবাদ রটিয়ে অবরোধ কর্মসুচি বিক্ষোভ করেছেন। তিনি বলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে কথা বলে ওনার পরামর্শক্রমে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ফরম পূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আয়ন ব্যায়ন কর্মকর্তা নুসরাত জাহান বলেন, চকরিয়া কলেজে দায়িত্ব নিয়েছি মাত্র ছয়মাস হয়েছে। এই সময়ের মধ্যে যদি কেউ এক টাকার দুর্নীতি করেছি, প্রমাণ করতে পারে, তাহলে কতৃপক্ষের যে কোন শাস্তি মাথা পেতে নেব।
তিনি বলেন, শিক্ষকদের সকল বৈধ দাবী দাওয়া সমুহও পূরণ করা হবে। আমরা কলেজ সুনাম ও পরিবেশ ফিরিয়ে আনতে চাই। এটি সবার দায়িত্ব

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, কলেজের উদ্বুদ্ধ পরিস্থিতিতে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ফরম পূরণের উদ্যোগ নেওয়ার জন্য কলেজ কতৃপক্ষকে নির্দেশনা হয়েছে। ##


আরো খবর: