শিরোনাম ::
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাজারো হাঁড়ি-পাতিল, কিন্তু কেন? ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি, এক বছরে আয় ১৫ কোটি ৬৫ লাখ টাকা স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চোর হলেন বিবিএ পাস যুবক! ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা থাইল্যান্ড-কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প কনসার্ট সফরে কানাডা যাচ্ছে ওয়ারফেজ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ফেসবুক গ্রুপে জাল টাকা বিক্রি

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩


ঢাকা, ২৫ এপ্রিল – জাল টাকা তৈরি ও বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চক্রের সদস্যরা ফেসবুকে গ্রুপ খুলে জাল টাকা বিক্রি করতো। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আল আমিন (২২) ও কাশেম আলী (২২)। পুলিশ জানায়, অভিযানকালে আল আমিনের ভাড়া বাসা থেকে ল্যাপটপ, প্রিন্টারসহ জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়েছে।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী, ভাড়া বাসায় জাল টাকা বানাতেন আল আমিন। এ টাকা কিনতে গাজীপুর থেকে ঢাকা এসেছিলেন কাশেম। তারা ফেসবুকের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতেন।

পুলিশ বলছে, ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে ফেসবুকে গ্রুপ খুলে এই ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কাউকে ধরতে না পারে, সে জন্য এই কৌশল নেয় চক্রটি। তারা এই গ্রুপেই জাল টাকা বিক্রির প্রচার চালাতো। গ্রুপে জাল টাকাকে ‘প্রোডাক্ট’, ‘মাল’ বা ‘প্যাকেট’ নামে ডাকা হতো।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক তদন্তে খিলগাঁও থানার পুলিশ জানতে পেরেছে, জাল টাকা তৈরি থেকে বাজারজাত কয়েকটি ধাপে করে আসছিল চক্রটি। ১০ হাজার টাকার একটি বান্ডিল বিক্রি করা হতো ১৮০০ টাকায়। ৫০ হাজার টাকার একটি বান্ডিল বিক্রি করা হতো ১১ হাজার টাকায়।

পুলিশ বলছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। জাল টাকা তৈরি ও বিক্রির এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৫ এপ্রিল ২০২৩


আরো খবর: