শিরোনাম ::
শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে ‘মাহেরীন দায়িত্ব পালন করেছেন, সম্মান দেওয়াটা রাষ্ট্রের ব্যাপার’ মাইলস্টোনের নিহত শিক্ষিকা মাসুকার কবরে বিমান বাহিনীর গার্ড অব অনার প্রদান থামছে না ইয়াবা পাচার, বিজিবির হাতে আবারো ৩০ হাজার ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় শীর্ষ সন্ত্রাসী আনু সালাম ডাকাত অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে বাসের ধাক্কা, দুই সহোদর ভাই নিহত রক্তক্ষয়ী সংঘাতে থাই-কম্বোডিয়া, নিরাপদ আশ্রয়ে এলাকা ছাড়ছেন বেসামরিক নাগরিকগন রামুতে সন্ত্রাস বিরোধী আইনের পলাতক আসামি আবু তালেব গ্রেফতার, সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়ানোর অভিযোগ রামুতে সন্ত্রাস বিরোধী আইনের পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার ভারতে ভুয়া দূতাবাস চালানোর অভিযোগে ‘রাষ্ট্রদুত’ গ্রেফতার!
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে স্ত্রীকে গলাকেটে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
স্ত্রীর করা যৌতুকের মামলায় কারাগারে আইনজীবী

কক্সবাজারের রামুতে হত্যা মামলায় মোহাম্মদ রাশেদ (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ওসমান গণি এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ রাশেদ উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার মৃত নূর আহমদের পুত্র।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর মোশাররফ হোসেন টিটু জানান, ২০১৬ সালের ২৭ জুলাই যৌতুক না পেয়ে স্ত্রী বুলবুল আক্তারকে গলাকেটে হত্যার চেষ্টা করে স্বামী রাশেদ। পরে গুরুতর আহত অবস্থায় বুলবুল আক্তারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত বুলবুল আকতার একই উপজেলার কাউয়ারকোপ ইউনিয়নের ভিলেজাপাড়ার মৃত আবুল খায়ের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই মঈনুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন, দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মামলাটির রায় ঘোষণা করেন বিচারক। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামি নিহতের স্বামীকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান আসামির বোন ও ভগ্নিপতিকে বেকসুর খালাস দেন।

রায় ঘোষণার সময় আসামি রাশেদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।


আরো খবর: