শিরোনাম ::
বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী পাঁচদিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা টেকনাফে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার সৌন্দর্যের ঋতু শরতের প্রথম দিন আজ নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার-১ রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার পরপারে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কোচ বব সিম্পসন শর্ত সাপেক্ষে ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন হিলারি ক্লিন্টন আজ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
August 16, 2025, 1:23 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

আজ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, আগস্ট ১৬, ২০২৫


ঢাকা, ১৬ আগস্ট – সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে জন্মাষ্টমীর শোভাযাত্রা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যে শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বেশ কিছু সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৫ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন (জন্মাষ্টমী) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকার বেশকিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এড়িয়ে চলার অনুরোধ করা হলো।

শোভাযাত্রার রুট

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহিদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন-গোলাপশাহ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড়-বাহাদুর শাহ্ পার্ক।

নগরবাসীকে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই রুট এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ডিএমপি।

খ। উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।

গ। মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না, শুরু থেকেই যোগ দিতে হবে।

ঘ। হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি বহন নিষিদ্ধ। শোভাযাত্রায় ফলমূল ছোড়া যাবে না।

ঙ। রাস্তায় অকারণে দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

জ। স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে।

ঝ। ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে সহযোগিতা করতে হবে।

সবশেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপনে সবার সহযোগিতা কামনা করছে ডিএমপি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৬ আগস্ট ২০২৫

 



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: