কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র-কার্তুজ-বোমা সাদৃশ্য বস্তুসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
এসময় তার কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, আট রাউন্ড কার্তুজ ও ৫ টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করতে সক্ষম হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা রশিদ আহমদের এর বসত বাড়িতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত হলো উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা রশিদ আহমদের মেয়ে শ্রাবণী প্রকাশ সাবু(৪০)। মঙ্গলবার রাতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমীন সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিওিতে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এই ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন এপিবিএন পুলিশ
কতৃর্ক এক রোহিঙ্গা নারীকে হস্তান্তর করেন। এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়।