উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২
কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে উখিয়ার কুতুপালং এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. আয়াস (২১) ও কফিল উদ্দিন (২৮)।
পুলিশ জানায়, কুতুপালং এমএসএফ হাসপাতালের দক্ষিণ পাশে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের একটি ব্রিজের ওপর একদল ডাকাত অবস্থান করেছে— গোপনে এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। তবে তার আগে উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আয়াস ও কফিল উদ্দিন নামে দুই যুবককে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কার্তুজ, দুটি করে ছুরি ও দা, একটি এসএস স্টিলের পাইপ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা রুজুর পর কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’