শিরোনাম ::
‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার চকরিয়ায় ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে গাড়ি চাপা পড়ে ছোট বোন নিহত রামুর খুনিয়াপালংয়ের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন রামুর উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত নির্বাচন বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: সালাহউদ্দিন বসতঘরে মিলল ১ লাখ পিস ইয়াবা, নারী আটক টেকনাফে অস্ত্রের মুখে অটোরিকশা চালক অপহরণ উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্ট শুরু ৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট: শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

পর্যটন নগরী কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ওয়ালটন বীচ ফুটবল টুর্নামেন্ট।

৯ জানুয়ারী (রবিবার) সকাল ১০টায় সৈকতের সী-গাল পয়েন্টে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। ওয়ালটন বীচ ফুটবলের ৯ম এই আসরে অংশ নিচ্ছে ৮টি দল। দলগুলো হলো-ফুটবল ক্লাব মহেশখালী। আবাহনী ক্রীড়া চক্র, কোটবাজার খেলোয়াড় সমিতি, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, বাঁশ কাটা খেলোয়াড় সমিতি, ইয়ংমেন্স ক্লাব, মালুমঘাট ক্রীড়া সংস্থা ও শতদল ক্লাব।

শনিবার (৮ জানুয়ারী) জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদ ইকবাল। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ. এম ইকবাল বিন আনোয়ার ডন।

সংবাদ সম্মেলনে এফ. এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, বিশ্ব পর্যটন শিল্পে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। পর্যটন শিল্পের পাশাপাশি কক্সবাজারে স্পোর্টস ট্যুরিজম ক্ষেত্র তৈরি করতে পারলে বিশ্বে কক্সবাজার তথা পর্যটন শিল্পকে উপস্থাপন করা যাবে। এ লক্ষে কাজ করে যাচ্ছে ওয়ালটন গ্রুপ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, অনুপ বড়ুয়া অপু, আফসার উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য এম.আর মাহবুব, আলী রেজা তসলিম, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিল্কী ও জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান।
খেলায় চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি, সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতার পুরস্কার দেয়া হবে।


আরো খবর: