পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে কক্সবাজারের বড় বাজার এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব-১৫ এবং জেলা পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৬ আগস্ট, ২০২৫) পরিচালিত এই অভিযানে প্রায় ৪৮১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাবের মহাপরিচালক ও র্যাব-১৫ এর অধিনায়কের তত্ত্বাবধানে এই অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৫ সিপিএসসি এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল এবং র্যাব ফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে স্থানীয় বড় বাজারের বেশ কিছু দোকান ও গুদামে তল্লাশি চালানো হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়।
এছাড়াও, শহরের লিংক রোড, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকাসহ বিভিন্ন স্থানে র্যাবের টহল দল নিষিদ্ধ পলিথিন বিরোধী চেকপোস্ট স্থাপন করে।
এ সময় পরিবহন চালক, শ্রমিক ও সাধারণ জনগণকে পলিথিন ব্যবহারের শাস্তি এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়।
অভিযান শেষে মেজর মো. নাজমুল ইসলাম জানান, গত সপ্তাহে র্যাব জনগণের মাঝে পলিথিনের কুফল ও পরিবেশগত হুমকির বিষয়ে সচেতনতামূলক প্রচার চালিয়েছে। এর ফলে পলিথিনের ব্যবহার অনেকটাই কমে এসেছে এবং ব্যবসায়ীদের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ র্যাবের এই উদ্যোগকে স্বাগত জানান।