শিরোনাম ::
অভিনব কৌশলে পাচারকালে উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ উখিয়ায় সাবেক জনপ্রতিনিধির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মাঠে দুদক কক্সবাজারে ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ে প্রতিবন্ধকতা ও সম্ভাবনা শীর্ষক সংলাপ টেকনাফে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, অটোরিকশা জব্দ চারদিন পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল শুরু পেকুয়ায় অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার রামুর গোয়ালিয়ায় ৩০ লক্ষ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক জুলাইয়ের সত্যকে আমাদের কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে আবু সাঈদ হত্যাসহ তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে গাজায় ত্রাণ সহায়তা আটকে ইসরায়েল ‘স্পষ্টভাবেই’ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে পৃথক অভিযানে গাঁজা, মদ ও বিয়ারসহ আটক ২

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৩ মার্চ, ২০২২

কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এলাকায় দুটি পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজা, ৪০ বোতল বিদেশি মদ ও ১৬ ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন এ তথ্য জানান।

তারা হলেন, মৌলভী আব্দুল্লাহ (৫২) ও ফাতেমা (৪০) এরা দুইজনই বর্তমানে দক্ষিন কলাতলীর বাসিন্দা।

রসিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে তার বসতঘরের পিঁছনে মাটির নিচ থেকে প্লাস্টিকের বস্তা হতে ৫০কেজি গাঁজা উদ্ধার করা হয়। এইদিকে, একই রাতে ওই এলাকায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়ন ৪০ বোতল মদ ও ১৬ ক্যান বিদেশী বিয়ারসহ মহিলা মাদককারবারী ফাতেমাকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাদকদ্রব্য দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিক্রয় করে আসছে।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে


আরো খবর: