শিরোনাম ::
দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি মধ্যপন্থী দল: সালাহউদ্দিন আহমদ হিরো আলমের স্ত্রী কথিত প্রেমিকের সঙ্গে কক্সবাজারে হোটেলে, অভিযোগ হিরো আলমের বাংলাদেশিদের জন্য বাড়লো থাইল্যান্ডের ভ্রমণ ভিসা ফি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হলো মেজর সাদিকের স্ত্রী জাফরিনকে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা, শুরু হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক জুলাই ঘোষণাপত্রে উপেক্ষিত ‘শাপলা গণহত্যা’, হতাশ হেফাজতে ইসলাম ভারতের ওপর অতিরিক্ত শুল্কের পর এবার স্যাংশনের ইঙ্গিত ট্রাম্পের আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়াল, অনাহারে মৃত্যু ১৯৩ জনের
August 7, 2025, 3:44 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, কয়েকটি গাড়িও ভাঙচুর

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫


কলকাতা, ০৫ আগস্ট – কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ। আর এই অভিযোগ তির তৃণমূলের দিকে। এই ঘটনায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু। ওসি ঘোকসাডাঙা, আইসি (IC) মওয়রাপড়ার কাছে অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, এগারো পাতার অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু।

বস্তুত, এ দিন কোচবিহারে এসপি অফিস অভিযান ছিল বিরোধী দলনেতার। সেই অভিযানে যাওয়ার পথে বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। কীভাবে Z ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও হামলা? তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলেন, “ভাল কাজে এসেছি, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি, তাই প্রাণে রক্ষা। আমি বুলেটপ্রুফ গাড়িতে উঠেছি। আমি যদি বুলেটপ্রুফ গাড়িতে না থাকতাম, তাহলে আপনারা আজ ফুল নিয়ে আমার মৃতদেহর সামনে দাঁড়াতেন।” এই ঘটনার খবর পৌঁছয় স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত।

শুধু তাই নয়, আজ শুভেন্দু অধিকারীর উপর হামলার খবর ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। জায়গায়-জায়গায় বিজেপি কর্মীরা প্রতিবাদে সামিল হন। কলকাতার মৌলালির মোড়ে বিক্ষোভ দেখানো থেকে বেহালা ১৪ নম্বর ডায়মন্ড হারবার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। একই সঙ্গে সোনারপুর মোড়ে মিছিল করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মীরা। এরপর মোড় অবরোধ করে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি।

এর পাশাপাশি জেলাগুলিতেও বিক্ষোভ প্রদর্শন চলে। ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় ঘণ্টা খানেক ধূপগুড়ি চৌপথি এলাকায় রাস্তা অবরোধ করে বসে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি বনগাঁর দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে শতাধিক কর্মী এদিন হাবরা স্টেশন রোডের মুখে যশোর রোডের উপর বিক্ষোভ কর্মসূচি করেন। আবার ঘাটালে রাজ্য সড়ক অবরোধ মন্ত্রী উদয়ন গুহর ছবিতে জুতা মেরে ছবি পুড়িয়ে প্রতিবাদ করে বিজেপি।

সূত্র: টিভি নাইন
এনএন/ ০৫ আগস্ট ২০২৫



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: