জেরুজালেম, ৩১ জুলাই – গাজার উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর টানা গোলাবর্ষণে বুধবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ১০৪ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৩৯৯ জন। স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। গাজা কর্তৃপক্ষের হিসাবে, এই পর্যন্ত মোট ৬০ হাজার ১৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৪৬ হাজার ২০০ জন আহত হয়েছেন।
৭ অক্টোবর হামলার দিনে হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে গুলি ও হামলায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর পরই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে ২০২৪ সালের ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল। তবে বিরতি ভেঙে ১৮ মার্চ থেকে ফের সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ হামলায় গত চার মাসে নিহত হয়েছেন ৮ হাজার ৯৭০ জন এবং আহত হয়েছেন প্রায় ৩৪ হাজার ২২৮ জন।
ধারণা করা হচ্ছে, হামাসের হাতে জিম্মি থাকা ২৫১ জনের মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত আছেন। ইসরায়েল জানিয়েছে, তারা সামরিক অভিযানের মাধ্যমে জিম্মিদের উদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩১ জুলাই ২০২৫