শিরোনাম ::
দক্ষিণ বা উত্তরপন্থী নয়, বিএনপি মধ্যপন্থী দল: সালাহউদ্দিন আহমদ হিরো আলমের স্ত্রী কথিত প্রেমিকের সঙ্গে কক্সবাজারে হোটেলে, অভিযোগ হিরো আলমের বাংলাদেশিদের জন্য বাড়লো থাইল্যান্ডের ভ্রমণ ভিসা ফি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হলো মেজর সাদিকের স্ত্রী জাফরিনকে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা, শুরু হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক জুলাই ঘোষণাপত্রে উপেক্ষিত ‘শাপলা গণহত্যা’, হতাশ হেফাজতে ইসলাম ভারতের ওপর অতিরিক্ত শুল্কের পর এবার স্যাংশনের ইঙ্গিত ট্রাম্পের আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়াল, অনাহারে মৃত্যু ১৯৩ জনের
August 7, 2025, 3:44 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়াল, অনাহারে মৃত্যু ১৯৩ জনের

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫


জেরুজালেম, ০৭ আগস্ট – ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ১৫৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৯৩ জন অনাহারে মারা গেছেন।

বুধবার (৬ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলু’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৩৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। আর আহত হয়েছেন আরও ৭৭১ জন। যার ফলে ইসরাইলি হামলায় মোট আহতের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত দিনে অনাহার ও অপুষ্টিতে আরও পাঁচজন মারা গেছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে অনাহালে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৬টি শিশু।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ৮৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৫৭০ জন আহত হয়েছেন। যার ফলে গত ২৭ মে থেকে সাহায্য নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ১ হাজার ৬৫৫ জনে দাঁড়িয়েছে এবং ১১ হাজার ৮০০ জন আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ।

এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে ইসরাইল।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: