কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পুলিশের তল্লাশি চৌকিতে অভিযানকালে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ সালমান খান (৩০) নামে এক পাচারকারী ধরা পড়েছে।
বুধবার (৬ আগস্ট) সকাল আটটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় থানা পুলিশের বিশেষ তল্লাশি চৌকিতে ওই ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সালমান খান কক্সবাজার পৌরসভার লাইট হাউস এলকার নবী হোসেন এর ছেলে।
বুধবার বিকালে চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
থানা পুলিশ প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার সকাল আটটার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিংভং এলাকায় পুলিশের বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি একটি মোটর সাইকেল আরোহীকে থামানো হয়। তার কাঁধে ঝোলানো ব্যাগ তল্লাশি করে পলিথিন মোড়ানো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, মহাসড়কে পুলিশ বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
ওসি বলেন, বুধবার বিকালে গ্রেফতারকৃত সালমান খানকে মাদক আইনের মামলায় চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।