শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গান উপহার শিখতে নয়, ট্রফি জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহানরা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট সকালে এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ নাটোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভাই আটক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-লাওস সমঝোতা স্মারক সই গণ-অভ্যুত্থানকালীন ঘটনায় ১৯টি মামলায় চার্জশিট, ৮টি হত্যা মামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী ঐক্যবদ্ধ থাকুন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি যেন বন্ধ না হয় আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজরের স্ত্রী জাফরিন আটক
August 7, 2025, 2:14 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

চকরিয়ায় ফিল্মি স্টাইলে জেলফেরত আসামিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জন আটক

এম জিয়াবুল হক, চকরিয়া::
আপডেট: শনিবার, আগস্ট ২, ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালীতে বাড়ির অদুরে রাস্তার পাশে বসে আড্ডা দেয়ার সময় মোহাম্মদ সোয়ায়েত (২৬) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের আজমনগর স্কুলের সামনে রাস্তার উপর ঘটেছে এ ঘটনা।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার এবং ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বাসিন্দা আব্দস সাত্তার (৩৩),মোঃ কফিল উদ্দিন (৩০),মো: আরমান (২০),মোঃ শাহজাহান (৪২)।

নিহত মোহাম্মদ সোয়ায়েত বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামাপাড়া এলাকার নুরুল আজিজের ছেলে। পুলিশ জানিয়েছে, নিহত যুবক সোয়ায়েত বদরখালী বাজারের ব্যবসায়ী নুরুল হুদা হত্যা মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে ছিলেন। পরে সে আদালত থেকে জামিনে এলাকায় ফিরেছে।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শুক্রবার রাত এগারোটার দিকে বদরখালী আজমনগর স্কুলের সামনে সড়কের পাশে বসে সোয়ায়েত সহ ৫-৬ জন যুবক আড্ডা দিচ্ছিলেন। ওইসময় বদরখালী ফেরিঘাট থেকে আসা দ্রুতগতির একটি চলন্ত অটোরিকশা থেকে কতিপয় সন্ত্রাসী আড্ডারত সোয়ায়েতকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। ওইসময় ছোঁড়া গুলিটি সুহায়েতের কানের একটু উপর দিয়ে ঘাড়ে লাগলে তিনি সাথে সাথে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মারা যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক তিনি ও সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেন।
পরে ঘটনাস্থলে সৃরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের মরদেহ থানায় নেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ওসি বলেন, নিহতের ঘাড়ে গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তাঁর রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। গতকাল দুপুরে আটককৃত চারজনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: