শিরোনাম ::
ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা কক্সবাজারে ট্রেনে ইয়াবা পাচার বেড়েছে রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার চকরিয়ায় ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে গাড়ি চাপা পড়ে ছোট বোন নিহত রামুর খুনিয়াপালংয়ের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন রামুর উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত নির্বাচন বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: সালাহউদ্দিন
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় চোরাই টমটম গাড়ি, বন্দুক-গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

এম জিয়াবুল হক, চকরিয়া ::

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডেভিল হ্যান্ড অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী কতৃক ২৪ ঘন্টার আলাদা অভিযানে নাশকতা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে দেশে তৈরি একটি এলজি (বন্দুক) ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনীর অভিযান টিম।
অপরদিকে থানা পুলিশের অভিযানে ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চুরি হওয়া একটি ব্যাটারী চালিত টমটম গাড়ী উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার বিকালে চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার মইজ্জারটেক এলাকার মৃত মনু মিয়ার ছেলে মোঃ তৈয়ব (২৬), চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার মোঃ রফিক এর ছেলে মোঃ নাজিম (২৫), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আবু শামার ছেলে মোঃ শফিউল আলম (২৪) ও চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী (নতুন বাস ষ্টেশনের পিছনে) এলাকার খায়ের নুর ওরফে হাবিব নুরের ছেলে মোঃ রিফাত (২০)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি তৈয়ব ও নাজিমের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত শফিউল আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অপর আসামি মোঃ রিফাত এর বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধের ধারায় মামলা নেওয়া হয়েছে।

ওসি বলেন, গ্রেফতারকৃত চারজনকে গতকাল
দুপুরে থানার মামলা মূলে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। আদালত মামলার শুনানি শেষে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


আরো খবর: