শিরোনাম ::
চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন এর পরও আমাকে ‌‘র’ এর এজেন্ট বললে ধরে নিতে হবে আমার তকদিরে আছে চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ পন্ডঃ মঞ্চ ভাঙচুর চরম জনবল সংকটে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা কক্সবাজারে ট্রেনে ইয়াবা পাচার বেড়েছে রোহিঙ্গা ক্যাম্পে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার ‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জুতা ব্যবসায়ীর ঘরে ইয়াবার গুদাম, পাচার করেন জেলায় জেলায়

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৫ মার্চ, ২০২২

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ঘাটফরহাদবেগ এলাকার মো. জাকির হোসেন করেন জুতার ব্যবসা। নগরীর নূপুর মার্কেটে ‘দিয়া সু স্টোর’ নামে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠানও রয়েছে। তিনি চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও ফেনী জেলা ছাড়াও বিভিন্ন জায়গায় জুতা বিক্রি করে থাকেন।

কিন্তু জুতা ব্যবসার আড়ালে জাকিরের আসল কাজ ইয়াবাপাচার। এভাবে জুতার সঙ্গে ইয়াবাপাচার করে বিপুল অর্থের মালিক হয়ে যান তিনি। এমনকি বেশি লাভের আশায় মিয়ানমার থেকে ইয়াবা এনে মজুদ করে রাখতেন নিজের ঘরে।

অবশেষে ৩ লাখ পিস ইয়াবাসহ জাকির হোসেন ধরা পড়েছেন র‌্যাব-৭ এর জালে। দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিল র‌্যাব। শনিবার (৫ মার্চ) দুপুর দেড়টায় জাকিরের বাসায় অভিযান চালিয়ে খাটের নিচে ট্রলি ব্যাগে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক মো. জাকির হোসেন (৫০) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মৃত আব্দুল সালামের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির নামের এক ব্যক্তির বাসার খাটের নিচে ট্রলিতে লুকানো ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির জুতা বিক্রির নামে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেন। জুতা ব্যবসার আড়ালে জাকির চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলার বিভিন্ন জায়গায় জুতা বিক্রয়ের নামে এসব মাদক পাচার করতেন।

অবশেষে ৩ লাখ পিস ইয়াবাসহ জাকির হোসেন ধরা পড়েছেন র‌্যাব-৭ এর জালে। দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিল র‌্যাব। শনিবার (৫ মার্চ) দুপুর দেড়টায় জাকিরের বাসায় অভিযান চালিয়ে খাটের নিচে ট্রলি ব্যাগে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

আটক মো. জাকির হোসেন (৫০) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মৃত আব্দুল সালামের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির নামের এক ব্যক্তির বাসার খাটের নিচে ট্রলিতে লুকানো ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির জুতা বিক্রির নামে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেন। জুতা ব্যবসার আড়ালে জাকির চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলার বিভিন্ন জায়গায় জুতা বিক্রয়ের নামে এসব মাদক পাচার করতেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ মার্চ) মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাদক সিন্ডিকেটের মূলহোতা তারেক নামের এক মাদককারবারির বাড়িতে অভিযানে চালিয়ে বাড়ির আঙিনার গর্তের ভেতর থাকা প্লাস্টিকের ব্যাগ মোড়ানো ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব-৭।

এ সময় উখিয়া থানার পূর্ব ফারির বিলের মৃত ছৈয়দ নূরের ছেলে মো. হেলাল উদ্দিন (২৭), একই এলাকার আবুল বাশারের ছেলে মো. তারেক (২৩) ও মৃত আব্দুস সালামের ছেলে নুরুল আমিনকে (১৯) আটক করে র‌্যাব।

এছাড়া আটক চার মাদককারবারির কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।


আরো খবর: