কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত হলো টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী ও তারেক মাহমুদ রনি।
শুক্রবার গভীর রাতে তাদের আটক করেন।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল।