নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে ৫ লক্ষ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় অভিযান চালানোর সময় তাদের উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাতনামা ব্যক্তি হাতে থাকা একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব (বিএন)।