কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালিয়ে ১৮৭৪ পিস ইয়াবাসহ একটি মিনিবাসের চালক ও হেলপারকে আটক করেছে।
বুধবার (৬ আগস্ট) হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী ‘পালকী’ নামের একটি মিনিবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে বাসের মালামাল রাখার লাগেজের ভেতরে কালো টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়।
পরে বাসের চালক মো. জাফর আলম (৩৪) এবং হেলপার মো. আমির হোসেন (৫০)-কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্যাকেটটিতে ইয়াবা বহন করার কথা স্বীকার করেন।
তারা জানান, অধিক লাভের জন্য এই ইয়াবা কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। বিজিবি ধারণা করছে, এই দুজন দীর্ঘদিন ধরে এই মিনিবাস ব্যবহার করে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।
আটককৃত চালক জাফর আলম রামুর খুনিয়া পালং এলাকার বাসিন্দা এবং হেলপার আমির হোসেন টেকনাফের নতুন পল্লান পাড়ার বাসিন্দা।
আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করে ইয়াবাসহ তাদের হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা, চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি।