শিরোনাম ::
বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ১০ আগস্ট প্রকাশের সম্ভাবনা শেখ রেহানার ছেলে রাদওয়ানের বিরুদ্ধে দুদকের মামলা পরিযায়ী শ্রমিকের স্ত্রী-সন্তানকে ‘মারধর’ করল পুলিশ, ভিডিও পোস্ট করে অভিযোগ মুখ্যমন্ত্রীর সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি-তদবির করতে গেলে ধরে পুলিশে দিন আগামী হজ কার্যক্রমে অংশ নিতে প্রথম পর্যায়ে অনুমতি পেল ১৫৫ এজেন্সি চকরিয়ায় তাণ্ডব চালিয়ে গরীব কৃষকের ঢেঁড়শ ক্ষেত গুড়িয়ে দেয়ার অভিযোগ চকরিয়ায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা উঠান থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানের লাহোর-ইসলামাবাদ মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ৯ বাসযাত্রী নিহত ৮টি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নতুন নেতৃত্ব পেয়েছে সিলেট মহানগর বিএনপি

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩


সিলেট, ১০ মার্চ – কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সিলেট মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব বিজয়ী হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) রাতে ভোট গণনা শেষে এই ফল ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, সিলেট মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ভোটার ছিলেন ১৯১৭ জন।

আজ শুক্রবার মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা ভোট প্রদান করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রকাশিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ১০৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মহানগর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী পেয়েছেন ৭৬৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ১০৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফরহাদ চৌধুরী শামীম পেয়েছেন ৭৭২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ সাফেক মাহবুব ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম নাচন পেয়েছেন ৬২৩ ভোট।

এর আগে ২০১৬ সালের ৭ জানুয়ারি সিলেট মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় ৭ বছর পর শুক্রবার সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হলো।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১০ মার্চ ২০২৩


আরো খবর: