বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ক্যায়াংপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুমা খোলা গ্রামের আচং মার্মার ছেলে চথোয়াইওয়ান মার্মা (২০)।
শুক্রবার(১৫ আগষ্ট)রাত পৌন ১২ টার দিকে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ ভবনের ১০০ গজ পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ইয়াবাসহ তাকে আটক করেন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুরুল হকের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামরুল ইসলাম ও উপ পরিদর্শক ফেরদৌস রনি।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুরুল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।