শিরোনাম ::
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাজারো হাঁড়ি-পাতিল, কিন্তু কেন? ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি, এক বছরে আয় ১৫ কোটি ৬৫ লাখ টাকা স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চোর হলেন বিবিএ পাস যুবক! ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা থাইল্যান্ড-কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প কনসার্ট সফরে কানাডা যাচ্ছে ওয়ারফেজ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইক্ষ্যংছড়িতে ২ দিনে অনুপ্রবেশকালে মিয়ানমারের ২৪ নাগরিককে পুশব্যাক

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও স্বশস্ত্র বিদ্রোহী আরকান আর্মি এএ’র মধ্যকার তুমুল যুদ্ধে অতিষ্ঠ হয়ে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে নাইক্ষ্যংছড়িতে দু’দিনে ২৪ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি সীমান্তের দু’ অংশে দায়িত্বরত ১১ ও ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এ ২৪ রোহিঙ্গাকে আটকের পর পুশব্যাক করেন৷

বিজিবি সূত্র জানায়, সোমবার (১১ নম্ভেবর) সকাল ১০ টায় ১৯ রোহিঙ্গাকে অনুপ্রবেশকালে আটক করেন তারা। পরে এদের সকলকে পুশব্যাক করা হয়। তাদেরকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত সীমান্তের ঘুমধুম বিওপির ২০০ মিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পশ্চিম কুল নামক স্থান হতে আটক করা হয়। যারা সবাই মিয়ানমারের নাগরিক। যাদের মধ্যে রয়েছে নারী-পুরুষ ও শিশু।

যদিও একই দিন বিকেল ৩৪ বিজিবির উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে মিয়ানমার অভ্যন্তরে পুশব্যাক করা হয়।
আটককৃত দেয়া তথ্যমতে, তারা সবাই মিয়ানমার রাখাইন প্রদেশের আকিয়াব জেলার বুচিডং থানার তম বাজার এলাকার স্থায়ী বাসিন্দা।

১১ বিজিবি জানায়, এর আগের দিন রোববার বিকেলে ৫ মিয়ানমার নাগরিককে পুশব্যাক করেছিলেন তারা। যারা মিয়ানমারের মন্ডু জেলা শহরের বাসিন্দা ছিল।
সূত্র মতে, অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় তাদের আটক করতে সক্ষম হয় ।

বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল সাহল আহমেদ নোবেল। তিনি বলেন, সীমান্তে বিজিবি কঠোর নজরদারীতে রয়েছে। কাউকেও ছাড় দেয়া হচ্ছে না। তিনি সীমান্ত চোরাচালান ঠেকাতে রাত-দিন সর্বক্ষণ টহল ও পাহারা জোরদার করেছেন।


আরো খবর: