নির্বাচন পিছিয়ে দিয়ে বা বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ না হলে এর জবাব কমিশনকেই দিতে হবে, কারণ বিএনপির সর্বোচ্চ সহযোগিতা করেছে।’
শুক্রবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরে মৌন মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ও পিআর পদ্ধতির নির্বাচন চাওয়ার উদ্দেশ্য ভালো নয়। একাত্তরের স্বাধীনতা বিরোধীরা নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। দেশে অস্থিতিশীলতা তৈরি করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে তারা।’
এ সময় তিনি বলেন, গণতন্ত্র আদায়ে শুধুই কি রক্ত দিয়ে যাবে। ফ্যাসিস্টের বিদায়ের পর যে সুযোগ এসেছে তা হাতছাড়া হতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই সনদ নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করার পরও জুলাই মাসের মধ্যে এটা বাস্তবায়ন না হলে এজন্য সংস্কার কমিশনই দায়ি থাকবে।’
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে আর মোকাবিলা করতে হবে না এমন সংবিধান চায় বিএনপি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে জুলাই শহীদদের স্মরণে মিরপুর ১২ নম্বর থেকে শেওড়াপাড়া পর্যন্ত মৌন মিছিল করে ঢাকা উত্তর বিএনপি। এতে যোগ দেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী।