কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হরিনাফাঁড়ি নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া থানা পুলিশের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকার ফরিদ আহমদের পুত্র মো.রুবেল (২৮) চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকার আকতার হোসেনের পুত্র সাদ্দম হোসেন (২৫)।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তল্লাশিতে ৭শ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।