কলকাতা, ২৫ জুলাই – ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গত বছর বিধানসভায় ওই বিল পাশ হওয়ার পর তা পাঠানো হয় রাজভবনে। তারপর সেটি ছিল রাষ্ট্রপতির কাছে। সেই বিল আবার ফিরে গেল রাজ্য সরকারের কাছে। রাজভবনের তরফে দাবি করা হয়েছে, ওই বিল সংবিধানের নির্দিষ্ট কিছু বিধির পরিপন্থী। এমনকী শীর্ষ আদালতের রায়েরও পরিপন্থী বলে দাবি করা হয়েছে।
অন্য সব বিল রাজ্যপালের কাছে গেলেও রাজ্যপাল নিজে সংবিধান এবং আইন দেখে সই করেন। কিন্তু এটি স্পর্শকাতর বিষয় সংক্রান্ত বিল হওয়ায় কেন্দ্রের এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সেখান থেকে ফেরত পাঠানো হয়েছে বিল। বলা হয়েছে ‘some constitutional concerns’-এর কথা মাথায় রেখে বিল ফেরত পাঠানো হল।
গত বছর অগস্ট মাসে আরজি করে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এরপর বিধানসভায় বিল পাশ হয়। বর্তমানে যে আইন আছে তার থেকেও কড়া শাস্তির কথা বলা হয় ওই বিলে। তাতেই কেন্দ্রের আপত্তি রয়েছে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, ‘অপরাজিতা বিল’ নিয়ে নবান্নের থেকে কয়েকটি বিষয় জানতে চেয়েছে রাজভবন। রাষ্ট্রপতি ভবন থেকে রাজভবনের কাছে ওই বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে।
রাজভবন সূত্রের খবর, ‘অপরাজিতা’ বিলে প্রস্তাবিত কয়েকটি সংশোধনী নিয়ে ইতিমধ্যেই তাদের পর্যবেক্ষণ রাজভবনকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
বিল ফেরত পাঠানোর পরই সরব হয়েছে তৃণমূল। প্রশ্ন তুলে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ডকে অতিরিক্ত নিষ্ঠুর সাজা বলে চিহ্নিত করে আপত্তি করল তারা? এটা সত্যি হলে তীব্র প্রতিবাদ রইল।”
সূত্র: টিভি নাইন
এনএন/ ২৫ জুলাই ২০২৫