শিরোনাম ::
সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর স্বাস্থ্যখাতের টেকসই সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর সমন্বয়ক রিয়াদ ও সঙ্গীরা ‘সংঘবদ্ধ চাঁদাবাজ’, মিশনে পুলিশকে বানাচ্ছিলেন ‘ট্রাম্প কার্ড’ বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৬২ ফিলিস্তিনি ইরানে নতুন করে হামলার পাশাপশি খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ভারতে বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে পুশব্যাক ও নিপীড়ন, প্রতিবাদে সরব ওয়াইসি সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণের আদেশে থাকতে হবে পাসপোর্ট নম্বর বাবার কবরেই সমাহিত হবেন জসীমপুত্র রাতুল রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপি সচেতনভাবে সামনে এগোচ্ছে মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে সরকারের কমিশন গঠন
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বছরের যে তিন মাস কোনো কাজে হাত রাখেন না সাইফ-কারিনা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
বছরের যে তিন মাস কোনো কাজে হাত রাখেন না সাইফ-কারিনা


মুম্বাই, ২৭ ফেব্রুয়ারি – ২০১২ সালে কারিনা কাপুরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইফ আলি খান। বি টাউনে এ জুটি জনপ্রিয়তা পেয়েছেন ‘সাইফিনা’ হিসেবে।

সাইফের থেকে ১০ বছরের ছোট কারিনা। বিয়ের সময় থেকেই বয়সের ফারাক এবং ভিন্ন ধর্মে গাঁটছড়া বাঁধা নিয়ে নানা কটাক্ষ শুনতে হয় বলিউডের এই জুটিকে। তবুও বিয়ের প্রায় ১২ বছর পার করে দিয়েছেন তারা।

বর্তমানে দুই ছেলেকে নিয়ে তাদের সংসার। সন্তানদের নিয়ে ব্যস্ততা, নিজেদের ক্যারিয়ার সব দিক পাল্লা দিয়ে সামলাচ্ছেন এই দম্পতি। তবে বছরে তিন মাস তারা কাজের বাইরে থাকেন। সেই সময় কোনো কাজ রাখেন না নবাব ও তার বেগম।

কারিনা এবং সাইফ—দুজনই অভিনয় জগতের মানুষ। ছবির শুটিং না থাকলেও সারা বছর নানা রকম ব্যস্ততা থাকেই। তবু তার মাঝে সময় করে শরীরচর্চা, কেনাকাটা, পরিবারের সঙ্গে সময় কাটানো—সব দিক বজায় রাখেন কারিনা। এর মধ্য থেকেই সময় করে প্রায়ই বাচ্চাদের নিয়ে ঘুরতেও যান।

বিয়ের এত বছর পরও তাদের দাম্পত্যের সমীকরণ অটুট। কিন্তু বছরে তিন মাসে হাতে কাজ রাখেন না তারা। এই সময়টা দুই ছেলেকে সময় দেন সাইফ-কারিনা।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘জুন থেকে আগস্ট আমার দুই ছেলের স্কুল ছুটি থাকে। এই সময়টায় আমরা ছেলেদের নিয়ে ঘুরতে যাই। গোটা সময়টা তাদের দিই।’

এমনিতেই প্রতি মুহূর্তে স্বামী-সন্তান নিয়ে জীবন উপভোগ করেন কারিনা। পরিবারকে সময় দিতে ভালবাসেন। এ প্রসঙ্গে কারিনা জানান, সপ্তাহের একটি দিন কোনো কাজ না রাখার চেষ্টা করেন সাইফও। তার কথায়, ‘পরিবারের সঙ্গে সময় কাটানোর থেকে ভাল আর কিছু হতে পারে না।’

আইএ/ ২৭ ফেব্রুয়ারি ২০২৪





আরো খবর: