ঢাকা, ২৪ জুলাই – ঢাকায় আজকে থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। যেখানে অংশ নিতে ঢাকায় আসতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি বোর্ডের পক্ষে সহসভাপতি রাজিব শুক্লা অনলাইনে মিটিংয়ে অংশগ্রহণ করবেন।
মূলত, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় বেঁকে বসেছিল ভারত। তাদের পাশাপাশি শ্রীলঙ্কা, ওমান এবং আফগানিস্তানও এই সম্মেলন বর্জনে যোগ দিয়েছে বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। ফলে সভাটি হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়।
কারণ এসিসির সংবিধান অনুযায়ী, গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর অংশগ্রহণ ছাড়া এসিসি সভা অকার্যকর হিসেবে গণ্য হতে পারে। সেক্ষেত্রে সামনের এশিয়া কাপের আয়োজনও সংকটের মুখে পড়তে পারত।
কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ানো ভারত চেয়েছিল সভাটি অন্য কোথাও স্থানান্তর করতে। কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি বাংলাদেশেই তা আয়োজনে বদ্ধপরিকর ছিলেন। ভারত সভায় অংশগ্রহণে রাজি হয়ে যাওয়ায় তার সামনের জটিলতা কেটে গেছে।
সভায় অংশ নিতে গতকাল সকালে ঢাকায় পা রেখেছেন নাকভি। আজ থেকে দুই দিনব্যাপী ওই সভা শুরু হবে ঢাকার একটি হোটেলে।