শিরোনাম ::
নতুন আদেশে কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে পর্তুগাল পানছড়ির সীমান্ত এলাকা থেকে দুটি ছাগলসহ ভারতীয় নাগরিক আটক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত যুক্তরাষ্ট্রে রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় দুদকের মামলায় ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলসহ অভিযুক্ত ২৪ জন জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে আইনি ভিত্তি তৈরি করা জরুরি আমরা বৈশ্বিক প্রতিযোগিতার অবস্থান ধরে রাখতে পেরেছি চুক্তির মেয়াদের সঙ্গে বেতনও বাড়লো কোচ সালাউদ্দিনের
August 1, 2025, 7:06 pm
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

বাল্য বিয়ের কারণে নারীরা পাচারের শিকার হচ্ছে – রামুতে মানব পাচার প্রতিরোধ দিবসের আলোচনা

রামু প্রতিনিধি::
আপডেট: বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫

‘বাল্যবিবাহ হয়েছে এমন নারীদের অনেকেই পাচারের শিকার হন। অল্প বয়সে স্বামী পরিত্যক্তা হওয়ায় বা বিবাহ বিচ্ছেদের কারণে তারা পাচারকারী চক্রের টার্গেটে পরিণত হন। মানব পাচার প্রতিরোধে সচেতনতা গড়ার পাশাপাশি বাল্য বিয়ে রুখতে আমাদের এক জোট হতে হবে।’

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেছেন
কক্সবাজারের জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে সুরাইয়া আমিন।

বুধবার, ৩০ জুলাই কক্সবাজারে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের কক্সবাজার জেলার সমন্বয়ক অজিত নন্দী।
এতে উপস্থিত ছিলেন ব্র্যাকের মানবসম্পদ বিভাগের সিনিয়র অফিসার মো. শফিকুর রহমান, জেন্ডার এন্ড জাস্টিস কর্মসূচির রিজিওনাল ম্যানেজার ফারহানা ইসলাম, ব্র্যাক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের সিনিয়র অফিসার অংছাই মারমা, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের কক্সবাজার এমআরএসসির কো-অর্ডিনেটর মোঃ আজিমুল হক, সেক্টর স্পেশালিস্ট-ইকোনোমিক রিইন্টিগ্রেশন মং খি ওয়াংসহ ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে আর্থিক সহায়তাপ্রাপ্ত মানব পাচারের শিকার সার্ভাইভাররা, মানব পাচারের সার্ভাইভারদের নেটওয়ার্ক অনির্বাণ কক্সবাজারের সদস্যবৃন্দ ও যুব প্রতিনিধিবৃন্দ।

আয়োজকরা জানিয়েছেন- বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: