শিরোনাম ::
‘১৭ লাখ রোহিঙ্গা পশ্চিমবঙ্গের কোথায়? ঠিকানা দিন’—মমতার চ্যালেঞ্জ চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সদ্য নির্মিত দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ চকরিয়ায় চাঁদাবাজ চক্রের রোষানলে হয়রানির শিকার হচ্ছেন কমিশনার নুর হোসেনের পরিবার চকরিয়ায় ভাইয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে গাড়ি চাপা পড়ে ছোট বোন নিহত রামুর খুনিয়াপালংয়ের যুবদের নাগরিক সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন রামুর উখিয়ারঘোনা তা’লিমুল কুরআন মাদ্রাসায় দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত নির্বাচন বানচাল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: সালাহউদ্দিন বসতঘরে মিলল ১ লাখ পিস ইয়াবা, নারী আটক টেকনাফে অস্ত্রের মুখে অটোরিকশা চালক অপহরণ উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মা হলেন সুনীল শেঠির মেয়ে আথিয়া

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫


মুম্বাই, ২৫ মার্চ – গত বছরের নভেম্বরে আথিয়া শেঠি যখন একটি নোট শেয়ার করে তার গর্ভাবস্থার ঘোষণা দেন, তখন তার ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সে সময় অভিনেত্রী বেবি বাম্প নিয়ে স্বামী কে এল রাহুলের সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেন। যেখানে তাদের সুন্দর মুহূর্ত কাটাতে দেখা যায়। অবশেষে অপেক্ষার প্রহর শেষে কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। খবর: পিঙ্কভিলা

মঙ্গলবার (২৪ মার্চ) অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ভক্তদেরকে এই খুশির সংবাদ জানান ।

সেই পোস্টটিতে অভিনেত্রী লিখেছেন, এক কন্যাসন্তানের আশীর্বাদপ্রাপ্ত হয়েছি। ২৪.০৩.২০২৫ আথিয়া ও রাহুল। এই পোস্টটি শেয়ার করার পরপরই ভক্তরা মন্তব্যের ঝড় তোলেন এবং ভালোবাসায় ভরিয়ে দেন। কেউ কেউ একে সবচেয়ে ভালো খবর বলেছেন, আবার কেউ আনন্দের ইমোজি পোস্ট করেছেন মন্তব্যের ঘরে। এক ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, অভিনন্দন এবং আপনার আদরের ছোট্ট পরীর জন্য ভালোবাসা ও আশীর্বাদ। আরেকজন ভক্ত লিখেছেন, আমাদের নতুন বাবা-মাকে অভিনন্দন। আপনার ছোট্ট পরীর জন্য অনেক অনেক ভালোবাসা পাঠালাম।

তাদের কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের পাশাপাশি সেলিব্রিটিদের পক্ষ থেকেও ভালোবাসা এবং অভিনন্দনের ঢল নামে। কিয়ারা আদভানি, শানায়া কাপুর এবং মীরা কাপুর ভালোবাসার ইমোজি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করেছেন। অন্যদিকে অর্জুন কাপুর মজার ছলে একটি বার্তা শেয়ার করে লিখেছেন, এসে গেছে, অভিনন্দন তোমাদের।

অভিনেত্রীদের মধ্যে অদিতি রাও হায়দারি, বাণী কাপুর, পরিণীতি চোপড়া, টাইগার শ্রফ, ভূমি পেড়নেকর, কল্যাণী প্রিয়দর্শন, কৃতি শ্যানন, মালাইকা অরোরা, ম্রুনাল ঠাকুর এবং ঈশা গুপ্তাও নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া বলিউডে তার অভিনয় জীবন শুরু করেন ‘হিরো’ সিনেমার মাধ্যমে। পরে মুবারাকান ও মতিচুর চাকনাচুর ছবিতেও অভিনয় করেন তিনি যা দর্শক মহলে বেশ প্রশংসিত। আথিয়া শেঠি ও কে এল রাহুল দম্পতি ২০২৩ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আইএ/ ২৫ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মা হলেন সুনীল শেঠির মেয়ে আথিয়া first appeared on DesheBideshe.



আরো খবর: