শিরোনাম ::
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাতনামা যুবককে গণপিটুনি দিয়ে হত্যা স্থলপথে বাংলাদেশের ৪ পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা আজ হাসপাতাল থেকে বাসায় ফিরবেন জামায়াত আমির শফিকুর রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা জাতির প্রতিটি ক্রান্তিকালে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করে যুবসমাজ ১৫ টাকা কেজিদরে মাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার একাদশে ভর্তির প্রথম ধাপে আবেদনের শেষ সময় ১৫ আগস্ট ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত
August 12, 2025, 10:08 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

রামু প্রেসক্লাবের জরুরী সভায় সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানের মুক্তি দাবি

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, আগস্ট ৩, ২০২৪

রামু প্রেসক্লাবের সদস্য আহমদ ছৈয়দ ফরমানকে গ্রেফতার ও সন্ধিগ্ধ হিসেবে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনার প্রতিবাদে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকাল ৩টায় রামু পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রামু প্রেসক্লাবের এ সভায় অবিলম্বে সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে মুক্তি দেয়ার দাবি জানানো হয়। সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান দৈনিক হিমছড়ি’র রামু প্রতিনিধি। তিনি একজন মাদ্রাসা শিক্ষক। রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়ার সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন- আহমদ ছৈয়দ ফরমান একজন সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘ বছর একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। সাংবাদিকতা ও শিক্ষকতার মতো মহান পেশায় নিয়োজিত সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান কোন রাজনৈতিক কর্মকান্ড সক্রিয় নেই। কোটা সংস্কার আন্দোলনের চলমান পরিস্থিতিতে রামুতে কোন প্রকার সহিংস ঘটনা ঘটেনি। রামুতে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সবসময় সম্প্রীতির সহবস্থান বিদ্যামান রয়েছে। এরপরও রহস্যজনক কারণে রামু থানা পুলিশ সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে আটক করেছে। যা নিন্দনীয় ও দূঃখজনক।

গত ২১ জুলাই বিকালে বাড়ি থেকে কেনাকাটা করতে চাকমারকুল কলঘর বাজারে যান সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান। ওই সময়ে রামু থানা পুলিশ তাকে আটক করে। পরে কক্সবাজার সদর থানায় দায়েরকৃত একটি মামলায় সন্ধিগ্ধ আসামী উল্লেখ করে সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে কারাগারে প্রেরণ করে।

রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ আরও বলেন- আহমদ ছৈয়দ ফরমান চলমান কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিজের কর্ম এলাকা রামু উপজেলায় অবস্থান করেন এবং সাংবাদিকতা পেশায় সক্রিয় ছিলেন। কিন্তু রহস্যজনক ভাবে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তার দুই শিশু সন্তান, অন্তঃস্বত্ত্বা স্ত্রী ও অসুস্থ মায়ের কান্না থামছে না। আহমদ ছৈয়দ ফরমানের বিরুদ্ধে অতীতে কোন প্রকার মামলা ছিলো না। সুলেখক, সৎ, সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ। তা না হলে আরও বৃহৎ প্রতিবাদ কর্মসূচি ঘোষনা দেয়া হবে বলে জানান রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ।

রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় সহকর্মী সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানকে গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জ্ঞাপন ও অবিলম্বে মুক্তির দাবিতে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন- রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম জাফর, এম আবদুল্লাহ আল মামুন ও খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্য্য নির্বাহী সদস্য মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, কফিল উদ্দিন, সদস্য প্রসূন বড়ুয়া, কামাল হোসেন, এমএইচ আরমান, নুরুল হক সিকদার, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সাইদুজ্জামান, মো. আবদুল্লাহ, মিজানুল হক প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- রামু প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

সভায় বিনাদোষে কারাভোগকারি সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানের অবিলম্বে মুক্তির লক্ষ্যে রামু প্রেসক্লাব প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং তার পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি বিনা অপরাধে আর কোন সাংবাদিককে হয়রানি না করতে পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়। সভা শেষে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: