শিরোনাম ::
বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ১০ আগস্ট প্রকাশের সম্ভাবনা শেখ রেহানার ছেলে রাদওয়ানের বিরুদ্ধে দুদকের মামলা পরিযায়ী শ্রমিকের স্ত্রী-সন্তানকে ‘মারধর’ করল পুলিশ, ভিডিও পোস্ট করে অভিযোগ মুখ্যমন্ত্রীর সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি-তদবির করতে গেলে ধরে পুলিশে দিন আগামী হজ কার্যক্রমে অংশ নিতে প্রথম পর্যায়ে অনুমতি পেল ১৫৫ এজেন্সি চকরিয়ায় তাণ্ডব চালিয়ে গরীব কৃষকের ঢেঁড়শ ক্ষেত গুড়িয়ে দেয়ার অভিযোগ চকরিয়ায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা উঠান থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানের লাহোর-ইসলামাবাদ মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ৯ বাসযাত্রী নিহত ৮টি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভায় মার্চ মাসে ফুটবল লীগ আয়োজনের সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২

সোয়েব সাঈদ, রামু::

রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২২ শুরু হবে মার্চ মাসে। অতীত ক্রীড়াঙ্গনের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যকে উপস্থাপনে প্রজন্ম ফুটবলারের মাঝে প্রাণসঞ্চার করতেই রামু সোনালী অতীত ফুটবল লীগ আয়োজন করা হবে। এর মাধ্যমে কিংবদন্তিতুল্য সাবেক ফুটবলারদের কৃতিত্বপূর্ণ নৈপূণ্যতার কথাও প্রজন্মের কাছে উপস্থাপিত হবে। সাবেক কৃতি ফুটবলারের স্মৃতিময় ও খেলোয়াড়ী জীবন কথা থেকে প্রজন্মরা শিক্ষা নিতে পারবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১১টায় অনুষ্ঠিত রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলুর সভাপতিত্বে, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন, সাবেক সাধারণ সম্পাদক ও রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২১ পরিচালনা কমিটির আহ্বায়ক পলক বড়ুয়া আপ্পু ও আহ্বায়ক কমিটির সদস্য জিটু বড়ুয়া।

সভায় ‘ক্রীড়া ঐতিহ্য জাতীয় সমৃদ্ধির পরিচায়ক’ এ শ্লোগানে রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২২ আগামী মার্চ মাসে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত সকল সদস্যের সিদ্ধান্তক্রমে সাবেক কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়াকে আহ্বায়ক করে রামু সোনালী অতীত ফুটবল লীগ ২০২২ পরিচালনা কমিটি গঠন করা হয়। রামু সোনালী অতীত ফুটবল ক্লাব আহ্বায়ক কমিটির পাঁচজন সদস্যও এ কমিটিতে সদস্য থাকবেন। এ কমিটি প্রয়োজনে আরও সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

পরবর্তী সভা আহ্বান করে, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্যদের নিয়ে ‘রামু সোনালী অতীত ফুটবল লীগ-২০২২’ আয়োজনে দল গঠন ও খেলোয়াড়দের নাম ঘোষনা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য বিপুল বড়ুয়া আব্বুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন, সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, সাবেক সহ-সভাপতি কিশোর বড়ুয়া, মো. নবু আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরূপ বড়ুয়া, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ শহীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল বড়ুয়া, সাবেক নির্বাহী সদস্য সুশান্ত কুমার পাল বাচ্চু, সদস্য দেবপ্রসাদ বড়ুয়া টিপু, রতন মল্লিক, ব্যুমকেশ বড়ুয়া, পুলক বড়ুয়া, তুহিন বড়ুয়া শানু, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়া, ফরিদুল আলম, রূপায়ন বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাব আহ্বায়ক কমিটির সদস্য প্রকাশ সিকদার ও কাউছার উল হক প্রমুখ।

সভায় মুক্ত আলোচনায় আরও বক্তৃতা করেন, নীলোৎপল বড়ুয়া, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, জেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপন, সাবেক কৃতিফুটবলার বিদ্যুৎ বড়ুয়া, সংগীত বড়ুয়া, রিটু বড়ুয়া, অভি বড়ুয়া, আহাম্মদ, ইলক বড়ুয়া, রাজু বড়ুয়া, বিকাশ বড়ুয়া বিভাষ, ইসকান্দর মীর্জা, পলাশ বড়ুয়া, চম্পক বড়ুয়া, বিপ¬ব বড়ুয়া, মোহাম্মদ হোসাইন, ওমর ফারুক মাসুম, সুহাস বড়ুয়া, সুকুমার বড়ুয়া, কাজল বড়ুয়া, প্রণয় বড়ুয়া পদ্ম, মুরশেদ আলম প্রমুখ।


আরো খবর: