শিরোনাম ::
তারেক ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট সিলেট ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে একজনের মৃত্যু গোপালগঞ্জে এনসিপি নেতাদের প্রাণনাশের হুমকি থাকায় সহযোগিতা করেছে সেনাবাহিনী অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে মরিচ্যা যৌথ চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ ট্রাক চালক ও সহযোগী আটক আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের বহু বাংলাভাষী মুসলিম বাসিন্দা অভিজিৎ রায় হত্যা মামলায় জামিন পেলেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবি আজই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় কমিশন রাশিয়ায় ভূমিকম্পের পর কামচাটকা উপদ্বীপে ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু সৌরভ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাষ্ট্র মেরামতের এ সুযোগ কোনোভাবেই মিস করলে চলবে না

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫


ঢাকা, ৩০ জুলাই – আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্র মেরামত, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে সেটা মিস করলে আগামী কয়েক দশকেও এ সুযোগ আর পাবো না। কাজেই এ সুযোগ আমাদের কোনোভাবেই মিস করলে চলবে না।

বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার ওপর এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, সংস্কার ও রাষ্ট্র মেরামতের জন্য বাংলাদেশের মানুষ এত কষ্ট ও এত ত্যাগ কখনোই করেনি৷ শুধু বাংলাদেশে কেন, সাব-কনটিনেন্টের ইতিহাসেও এ ধরনের ঘটনা ঘটেনি।
আমরা অনেক সময় অনেক সুযোগ পেয়েছি।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের পর, ১৯৯১ সাল ও ২০০৮ সালেও পেয়েছিলাম, কিন্তু কোনো সুযোগই আমরা সৎভাবে ব্যবহার করতে পারিনি৷ আমার মনে হয় এত ত্যাগ ও এত রক্তক্ষয়ের পর রাষ্ট্র মেরামতের যে সুযোগ এবার এসেছে, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, সেটা যদি আমরা মিস করি তাহলে আগামী কয়েক দশকে এ সুযোগ আর পাবো না। কাজেই এ সুযোগ আমাদের কোনোভাবেই মিস করলে চলবে না।

আইন উপদেষ্টা বলেন, অ্যাটর্নি সার্ভিস আইন করার জন্য আমরা আরও মতামত নেবো, আলোচনা করবো। সবার সহযোগিতায় আমরা একটা ভালো আইন করতে পারবো। বর্তমান সরকারের আমলে আমরা যদি অ্যাটর্নি সার্ভিসে কিছু নিয়োগ দিয়ে যেতে পারি, সেই চেষ্টা করবো।

তিনি বলেন, আমরা একটা জিনিস সবসময় শুনতে পাই নিম্ন আদালত বা উচ্চ আদালতে দুর্নীতি-অনিয়ম হয়। তবে সেখানে অনেক পক্ষ থাকে। শুধু স্টাফ বা জজরা করেন তা কিন্তু নয়। সেখানে সরকারি আইনজীবীদেরও একটা ভূমিকা থাকে। আমি রিসার্চ করে দেখেছি, তারা অত্যন্ত অল্প টাকা পান। বিশেষত যারা পাবলিক প্রসিকিউটর অফিসে আসেন৷ তারপরও এটার প্রতি প্রচণ্ড রকমের আগ্রহ থাকে সবার৷

‘আমি এমনও অভিযোগ শুনেছি, মনে কিছু নিয়েন না- অনেকে সরকারি উকিল হয়েও প্রতিপক্ষ থেকে টাকা নিয়ে থাকেন। এরকম কিছু উদাহরণ আছে, তবে সবাই না। অনেকেই আবার ভালো প্র্যাকটিস করছেন’- এ প্রসঙ্গে যোগ করেন তিনি।

আসিফ নজরুল বলেন, ২০০৮ সালে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস অধ্যাদেশ হয়েছিল। আমরা বোঝার চেষ্টা করলাম ২০০৮ সালের এ অধ্যাদেশ কেন টিকলো না? তখন আমার কাছে মনে হয়েছে ওইটা একটু বেশি অ্যাম্বিসাস ছিল। আমরা এখন আইনটিতে দুটি পথ রেখেছি, ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিসে ও চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে।

তিনি বলেন, আমাদের যেকোনো আইন করার ক্ষেত্রে সবসময় একটা আশঙ্কা থাকে। আইন করাতো আসলে খুব কঠিন কাজ না। এটা সত্যি যে সংসদে আলোচনার মাধ্যমে আইন হচ্ছে না। কিন্তু যদি কনসার্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে আইন করা যায়, তাহলে ওনাদের আমলে সংসদ সদস্যদের যে মান ছিল সেটার চেয়ে অনেক ভালো হয়, এটা আমার পর্যবেক্ষণ। আমার মনে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রণীত অধ্যাদেশগুলোর গুণগত মান সংসদে প্রণীত আইন অপেক্ষা ভালো হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ জুলাই ২০২৫



আরো খবর: