শিরোনাম ::
সবচেয়ে ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা রতন গ্রেপ্তার তত্ত্বাবধায়ক বিষয়ে একমত হলেও মূল বিরোধ প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রক্রিয়ায় নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশদ্ভুত পুলিশ কর্মকর্তা দিদারুলসহ পাঁচজন নিহত ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য বৈঠক শুরু গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জরুরি সংস্কার চায় বিএনপি টেকনাফে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গ্রেনেড উদ্ধার উখিয়ায় বিজিবির অভিযানে অস্ত্রসহ ইজিবাইক চালক আটক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়কে চাকরি থেকে বরখাস্ত চকরিয়ায় মাদক স্পটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ মাদকসেবি আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

র‍্যাবের অভিযানে গ্রেনেড ও বিপুল অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফি আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজার জেলার রোহিঙ্গা অধ্যুষিত টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে গ্রেনেড, মাইন, বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও ভয়ঙ্কর মাদক ‘আইস’সহ শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে র‌্যাবের চৌকস দল এ অভিযান চালায়।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত শফিকে আটক করা হয়। এ সময় ডাকাতদের গুলিতে র‌্যাব সদস্যরা লক্ষ্যবস্তু হলেও দ্রুত পাল্টা গুলি চালিয়ে শফিকে ধাওয়া করে ধরে ফেলে।

পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী গহীন পাহাড়ে তার আস্তানা থেকে ১টি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি এন্টি পার্সোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০ রাউন্ড তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শর্টগানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৩টি গ্রেনেড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. শফি হ্নীলা নয়াপাড়া মুছনি রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর সি-ব্লকের বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ২১টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা মামলা ২টি, অস্ত্র আইনে ৬টি, মারামারির মামলা ৬টি এবং ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা ২টি।

র‌্যাব-১৫ জানায়, শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্রধারী একটি সন্ত্রাসী দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার দলের ভয়ে স্থানীয় রোহিঙ্গা ও বাঙালিরা আতঙ্কে দিন কাটাতো।

র‌্যাব-১৫ অধিনায়ক আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এটি ছিল একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সাহসিকতাপূর্ণ অভিযান।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।
###


আরো খবর: