শিরোনাম ::
প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গান উপহার শিখতে নয়, ট্রফি জিততেই অস্ট্রেলিয়া যাচ্ছেন সোহানরা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট সকালে এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ নাটোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভাই আটক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-লাওস সমঝোতা স্মারক সই গণ-অভ্যুত্থানকালীন ঘটনায় ১৯টি মামলায় চার্জশিট, ৮টি হত্যা মামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী ঐক্যবদ্ধ থাকুন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি যেন বন্ধ না হয় আ.লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজরের স্ত্রী জাফরিন আটক
August 7, 2025, 2:14 am
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

সেন্টমার্টিনে জেলের জালে দেড়শ কেজির ভোল মাছ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, এপ্রিল ২৩, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ::

সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে দেড়শ কেজির একটি মাছ ধরা পড়ে । জালে ধরা পড়া মাছটির স্থানীয় নাম বোল মাছ। সেন্টমার্টিন দ্বীপের প্রাসাদ প্যারাডাইস হোটেলের উত্তরের সৈকতে মাছটি ধরা পড়েছে বলে জানান ইউপি সদস্য হাবিব খাঁন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বোল মাছটি রশিদ মাঝির জালে ধরা পড়েছে।

বোল মাছ জেলেদের জালে ধরা পড়লেও, এখানে এত বড় মাছ ধরা পড়ে না। এই বিরল প্রজাতির মাছ সবসময় পাওয়া যায়না।

সেন্টমার্টিন ইউপি সদস্য হাবিব খাঁন বলেন, দ্বীপের ডেইল পাড়ার বাসিন্দা রশিদ মাঝির মালিকানাধীন জাল সকালে সমুদ্রে ফেলা হয়। ঘণ্টাখানেক যেতে না যেতেই ছোট মাছের সঙ্গে এই বড় মাছটি জালে ধরা পড়ে। জেলেরা সাগর থেকে মাছটি রশি বেঁধে টেনে চরে তুলে আনেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটিঘাটে নিয়ে আসেন। ওই সময় মাছটি দেখতে ভিড় জমায় লোকজন।

রশিদ মাঝি বলেন, জেলে ও স্থানীয়দের সহযোগিতায় মাছটি সেন্টমার্টিন জেটি ঘাটে নিয়ে আসি। দুই লক্ষ টাকা দাম চেয়েছি। স্থানীয় এক মাছ ব্যবসায়ী পূর্ব পাড়ার মোহাম্মদ ইসমাইলের কাছে মাছটি এক লাখ চল্লিশ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।
ইসমাইল স্পিডবোট যোগে মাছটি বেশি দামে বিক্রির জন্য টেকনাফ শহরে নিয়ে গেছেন।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে একটি বিশাল মাছ ধরার খবর শুনেছি। স্থানীয় ভাষায় এটি ‘বোল মাছ’ এর বৈজ্ঞানিক নাম রেয়ামাস বোলা (raiamas-bola)।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় আকার ধারণ করেছে। এসব বড় মাছ গুলো ধরা পড়লে জেলেরা আনন্দ পান। ঠিক তেমনি জেলেরা ভালো দামও পেয়ে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: