আবুধাবি, ১৬ আগস্ট – সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল মিরফা’মে এক ব্যক্তি দীর্ঘ পাঁচ বছর প্যারালাইসিস আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন। তবে কোনো চিকিৎসা নয়, স্ত্রীর ‘অদ্ভুত’ থেরাপিতে সুস্থ হয়েছেন তিনি।
সংবাদমাধ্যম খালিজ টাইমস শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, সাত বছর আগে খালিল আল হোসানি স্ট্রোক করেন। এতে করে তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্যারালাইজড হয়ে যায়।
ডাক্তাররা আট সন্তানের জনক ও সাবেক এ সেনাকে জানান, তার সুস্থ হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এরপর দীর্ঘ পাঁচবছর প্যারালাইজড হয়েই বাসায় পড়ে থাকতে হয়েছে তাকে।
এরপর তার স্ত্রী ফাতিমা সিদ্ধান্ত নেন, তিনি নিজে কিছু করবেন। এভাবে তার স্বামী বাড়িতে পড়ে থাকতে পারেন না।
ফাতিমা বলেন, “হাসপাতালে যে চিকিৎসা চলছিল সেটি অনেক দীর্ঘ হচ্ছিল। তাই আমি তাকে বাড়িতে নিয়ে আসি। এরপর আমি তাকে আল মিরফার সমুদ্র সৈকতে নেওয়া শুরু করি। আমি তাকে কয়েক ঘণ্টা করে বালুর নিচে ঢুকাতাম এবং তার পেশিগুলো বালু ও সাগরের পানি দিয়ে ম্যাসাজ করতাম। এরপর সমুদ্রের পানিতেই তাকে পরিস্কার করতাম। দিনের পর দিন, কয়েক মাস আমি এমনটা করেছি।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ আগস্ট ২০২৫