শিরোনাম ::
টেকনাফে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, অটোরিকশা জব্দ চারদিন পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল শুরু পেকুয়ায় অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার রামুর গোয়ালিয়ায় ৩০ লক্ষ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক জুলাইয়ের সত্যকে আমাদের কালেক্টিভ ন্যারেটিভে পরিণত করতে হবে আবু সাঈদ হত্যাসহ তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে গাজায় ত্রাণ সহায়তা আটকে ইসরায়েল ‘স্পষ্টভাবেই’ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধারের চেষ্টায় ফায়ার সার্ভিস সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

স্বামীর সামনে উঁচু গলায় কথা বলেন না আলিয়া

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
স্বামীর সামনে উঁচু গলায় কথা বলেন না আলিয়া


মুম্বাই, ২৮ জুলাই – বিয়ের পর নিজের মাঝে বড় পরিবর্তন এনেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তার স্বামী অভিনেতা রণবীর কাপুর।

রণবীর জানান, বিয়ের পর তিনি নিজেকে যতটা না আলিয়ার জন্য বদলেছেন, তার থেকে অনেক বেশি আলিয়া নিজেকে বদলেছেন।

বিষয়টির ব্যাখাও দিয়েছেন এই তারকা। অভিনেতা জানান, ছোটবেলা থেকেই বাবা ঋষি কাপুরকে খুব উচ্চস্বরে কথা বলতে দেখেছেন তিনি। মায়ের সঙ্গে ঝগড়া হলেই বাবা উঁচু গলায় কথা বলতেন। যে বিষয়গুলো তাকে আতংকিত করত।

বিয়ের পর এই বিষয়টি বুঝতে পেরেছেন আলিয়া। যে কারণে স্বামীর সামনে কখনো উঁচু গলায় কথা বলেননি তিনি।

রণবীর বলেন, ‘আলিয়া খুব উঁচু গলায় কথা বলত। বেড়ে ওঠার সময় আমার বাবা (ঋষি কাপুরের) কথা বলার উচ্চ শব্দ আমার কানে আঘাত করতো। আমাকে শান্তি দেয়ার জন্য আলিয়া জোরে কথা বলা বন্ধ করে দেয়। নিজের জীবনের ৩০টা বছর এভাবে কাটিয়ে দেয়ার পর এই পরিবর্তন একেবারেই সহজ নয়।’

অভিনেতা বলেন,‘আমাদের মেয়ে রাহা যদি পড়ে যায়, সে সহজাতভাবেই প্রতিক্রিয়া দেয়। কিন্তু ওভাবে চিৎকার আমাকে খুব বিরক্ত করে। আমাকে শান্তি দেওয়ার জন্য এই স্বভাব বদলে নিয়েছে। আমাকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য অনেক কিছু করেছে আলিয়া। সে তুলনায় আমি এত কিছু করিনি।’

অভিনেতা বলেন, ‘আলিয়া এমন একজন যাকে আমি অনেকগুলো বছর ধরে চিনি। ওর সঙ্গে দেখা হওয়ার পরই বুঝেছিলাম, ও আমার জন্য পারফেক্ট। একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন বোন হিসেবে, একজন স্ত্রী ও মা হিসেবে, ওর প্রতি আমার অগাধ আস্থা রয়েছে।’

অয়ন মুখোপাধ্যায়ের ২০২২ সালের ব্লকবাস্টার ফ্যান্টাসি ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’র প্রি-প্রোডাকশনের সময় প্রেমে জড়ান রণবীর-আলিয়া। ২০২২ সালে মুম্বাইয়ের বাড়িতে বিয়ের গাঁটছড়া বাঁধেন তারা। সেই বছরের শেষের দিকে তারা কন্যা রাহা কাপুরের বাবা-মা হন এই দম্পতি।

আইএ/ ২৮ জুলাই ২০২৪





আরো খবর: