শিরোনাম ::
ছারছীনা পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন সালাহউদ্দিন আহমেদ রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি বিতর্কিত তিন নির্বাচন পর্যালোচনা করতে কমিটি গঠন করল সরকার ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান বাংলাদেশের দুপুরের মধ্যে সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস চকরিয়ায় নিজ বাড়িতে প্রবাস ফেরত রহিমকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা সবচেয়ে ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা রতন গ্রেপ্তার তত্ত্বাবধায়ক বিষয়ে একমত হলেও মূল বিরোধ প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রক্রিয়ায় নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশদ্ভুত পুলিশ কর্মকর্তা দিদারুলসহ পাঁচজন নিহত
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

শাকিবের জীবনে প্রথম প্রেমিকা আমি

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২ জুন, ২০২৪
শাকিবের জীবনে প্রথম প্রেমিকা আমি


ঢাকা, ৩০ মে – ঢালিউডের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। এই জুটি দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। তাদের দু’জনের অনুরাগীর সংখ্যাও কম নয়। তারা সবসময়ই চান দুই তারকাকে একসঙ্গে দেখতে। মঙ্গলবার (২৮ মে) অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন শাকিব। আর এদিন তাকে শুভেচ্ছা জানিয়েছেন অপু।

এদিন অপু বিশ্বাস তার ফেসবুকে একটি সংবাদ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়।’ আর সবশেষে লিখেছেন, অনেক শুভেচ্ছা বাবুর বাবা।

অপুর এমন স্ট্যাটাসের পর নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা। নায়িকা ‘কোটি টাকার কাবিন’ আর ‘ওয়াইফ’ লিখে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েও নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠে।

অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস। জানালেন, সিনেমায় শাকিব খানের ২৫ বছরের জীবনের সঙ্গে তার অনেক কিছুই জড়িয়ে আছে। যেটি স্ট্যাটাসে ভালোবাসা মিশিয়ে আলাদা আলাদা করে লিখেছেন তিনি।

অপু বলেন, আমার সঙ্গে শাকিব খানের প্রথম ছবি ‘কোটি টাকার কাবিন’ । তার আগে তিনি অনেক ছবিই করেছেন। কিন্তু এই ‘কোটি টাকার কাবিন’ ছবিই শাকিবের অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট। শাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ ৭২টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি। তার জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম। তার প্রথম স্ত্রীও আমি। আমিই তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি। তাই আমি মনে করি, শাকিব খানের অভিনয়জীবনের সফলতার ২৫ বছরের পথে পথে আমিও জড়িয়ে আছি সেই সফলতায়।

এই বিশেষ দিনে শাকিব খানকে সরাসরি শুভেচ্ছা জানানো হয়েছে কি না, জানতে চাইলে অপু বলেন, সেটা তো বলা যাবে না। আর আমি তো ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছি।

তিনি আরও বলেন, শাকিব খান আমার সন্তানের বাবা। সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি। দোয়া করছি, এই সফলতা আরও দ্বিগুণ হোক। শাকিবের এই সফলতার চাকা আরও ২৫ বছর গড়িয়ে চলুক, আমি তার সন্তানের মা হিসেবে, তার একজন সহশিল্পী হিসেবে এটাই চাইব।

এদিকে, বর্তমানে একসঙ্গে সংসার না করলেও সন্তানের জন্য দেখা সাক্ষাৎ হয় শাকিব-অপুর। বরাবরই ছেলে জয়কে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করেন দুজন।

আইএ/ ৩০ মে ২০২৪





আরো খবর: