শিরোনাম ::
হাসপাতালে ভর্তি জামায়াত আমির, করাবেন বাইপাস সার্জারি আগামী কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে যেসব জায়গায় হাসপাতালে ভর্তি জামায়াতে আমিরের খোঁজখবর নিলেন সেনাপ্রধান ট্রাম্পের হুঁশিয়ারিতে রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করল ভারত সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার অভিযোগে সভা বর্জন করলো বাম দলগুলো ১০ আগস্ট থেকে বাড়ছে ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি থানাই হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা আমাদের অনেক সমর্থকরাও ইসরায়েলকে ঘৃণা করা শুরু করেছে ‘জয় বাংলা’ স্লোগান শুনেই ফুসে উঠলেন বিজেপি নেতা শুভেন্দু ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলও কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে র‌্যাবের অভিযানে মাদক মামলার ৫ বছরের সাজা আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)::

কক্সবাজারের টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

গ্রেফতারকৃত আসামি হলেন,টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকার মৃত দুদু মিয়ার ছেলে আব্দুস সালাম প্রকাশ আজাদ (৩৭)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ কামরুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম সিএমপি বাকলিয়া থানার মামলা নং-০৭(১২)/১৬, জিআর নং-৩৮/১৬, প্রসেস নং-৩৮৭/২৪, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণীর ৯(খ) মোতাবেক ৫ বছরের মাদক মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি আব্দুস সালাম প্রকাশ আজাদকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বর্ণিত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করে।

তিনি আরো।জানান, গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

###


আরো খবর: