শিরোনাম ::
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাজারো হাঁড়ি-পাতিল, কিন্তু কেন? ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি, এক বছরে আয় ১৫ কোটি ৬৫ লাখ টাকা স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চোর হলেন বিবিএ পাস যুবক! ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা থাইল্যান্ড-কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প কনসার্ট সফরে কানাডা যাচ্ছে ওয়ারফেজ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

টেকনাফে অস্ত্রধারীদের গুলিতে যুবক নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারীদের গুলিতে আব্দুর রহমান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন।

নিহত যুবক আব্দুর রহমান টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে। ছুরিকাঘাত আহত যুবক মো. সালমান একই গ্রামের কামাল হোসেনের ছেলে।

রবিবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আব্দুর রহমানের বোন নুর ফাতেমা আক্তার।

নুর ফাতেমা আক্তার বলেন, পূর্ব শত্রুতার জেরে গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে আমার ভাই আব্দুর রহমানকে একদল অস্ত্রধারী বাড়ি থেকে আমার ভাইকে ফোন করে ডেকে বের করেন।

পরে তাকে ধরে পার্শ্ববর্তী গ্রামে নিয়ে গুলি চালিয়ে হত্যা করে। এ ঘটনার খবর পেয়ে সালমান নামে আরো এক যুবক তাকে উদ্ধারে গেলে তাকেও ছুরিকাঘাতে আহত করে। তিনি আরও বলেন, যারা আমার ভাইকে হত্যা করেছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গতকাল রাতে হোয়াইক্যং নয়াবাজার থেকে আব্দুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো খবর: