‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার কক্সবাজার থেকে শুরু হচ্ছে পাঁচ জেলার পদযাত্রা। দলীয় এ কর্মসূচিতে অংশ নিতে আজ শুক্রবার রাতেই কক্সবাজার এসে পৌঁছাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
এসব জুলাই যোদ্ধাদের বরণ করতে সমুদ্র শহর কক্সবাজারে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন।
সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আজ সুজা জানান, শনিবার (১৯ জুলাই) কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা আজ রাতেই কক্সবাজার এসে পৌঁছাবেন। শনিবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে জনসভা করবেন।
সুষ্ঠুভাবে এ কর্মসূচি আয়োজনে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে জানিয়ে এস এম সুজা উদ্দিন বলেন, এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় হয়েছে। আশা করি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, সকল উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নিবে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।