শিরোনাম ::
কক্সবাজারে এনসিপির নেতারা সত্য উন্মোচন করেছেন : নাহিদ টেকনাফে একরামুল হত্যা: সাবেক এমপি বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি কক্সবাজারে প্রতিবাদ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু টেকনাফে চাকমা যুবক অপহরণের ঘটনায় আটক ৫ সৈয়দ নূরের আকস্মিক মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি- শাহজাহান চৌধুরী চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ: ইসলামি আন্দোলন এর পরও আমাকে ‌‘র’ এর এজেন্ট বললে ধরে নিতে হবে আমার তকদিরে আছে চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ পন্ডঃ মঞ্চ ভাঙচুর চরম জনবল সংকটে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেলের বাইক দুর্ঘটনার খবর শুনে স্ট্রোক করে মারা গেলেন মা
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে প্রতিবাদ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫

কক্সবাজারে দলের প্রতিবাদ গণমিছিলে বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সৈয়দ নূর সওদাগর নামে বিএনপির এক নেতা। তিনি জেলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।

রোববার (২০ জুলাই) বিকেলে জেলা শহরের একটি মাঠে আয়োজিত গণমিছিলে বক্তব্য শেষ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিএনপির এই নেতার হঠাৎ মৃত্যুর খবরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ বলেন, আমরা একসঙ্গে মিছিলে এসেছি। সৈয়দ নূর আমাদের সঙ্গে ছিলেন এবং বক্তব্যও দিয়েছেন।

বক্তব্যের কিছুক্ষণ পর তিনি অসুস্থ বোধ করেন। তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। সৈয়দ নূর ছিলেন ত্যাগী নেতা। তার মৃত্যুতে আমরা একজন সহযোদ্ধাকে হারালাম। এটি দলের জন্য অপূরণীয় ক্ষতি।
বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেন, বিএনপির দুঃসময়ে সৈয়দ নূর রাজপথে ছিলেন। কক্সবাজারে বিএনপিকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে তার ভূমিকা অনস্বীকার্য। আজকের সমাবেশেও তিনি বক্তব্য দিয়েছেন। এরপরই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

ভারুয়াখালী ইউনিয়ন বিএনপি নেতা রফিক সিকদার হত্যা, কক্সবাজারে আইনশৃঙ্খলার অবনতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এই গণমিছিলের আয়োজন করা হয়। বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফর রহমান কাজলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আরো খবর: