শিরোনাম ::
থামছে না ইয়াবা পাচার, বিজিবির হাতে আবারো ৩০ হাজার ইয়াবাসহ যুবক আটক উখিয়ায় শীর্ষ সন্ত্রাসী আনু সালাম ডাকাত অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে বাসের ধাক্কা, দুই সহোদর ভাই নিহত রক্তক্ষয়ী সংঘাতে থাই-কম্বোডিয়া, নিরাপদ আশ্রয়ে এলাকা ছাড়ছেন বেসামরিক নাগরিকগন রামুতে সন্ত্রাস বিরোধী আইনের পলাতক আসামি আবু তালেব গ্রেফতার, সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়ানোর অভিযোগ রামুতে সন্ত্রাস বিরোধী আইনের পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার ভারতে ভুয়া দূতাবাস চালানোর অভিযোগে ‘রাষ্ট্রদুত’ গ্রেফতার! থানার ভেতরে এএসআইকে ছুরিকাঘাত, পুকুর থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৮৯ জনের মৃত্যু, নিহত ছাড়াল ৫৯ হাজার ৫০০ উত্তরার ঘটনায় হতাহতদের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া আজ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

বাপের বাড়ি থেকে ফেরার একদিন পর চকরিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় পারেছা বেগম (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) ভোর ৫ টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীরচরস্থ মাতামুহুরি ব্রীজের পশ্চিম পাশে একটি ভাড়াবাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত পারেছা বেগম পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে।

নিহতের পরিবারের লোকজন জানিয়েছে, গত তিন বছর পূর্বে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা কাঠমিস্ত্রী নাজেম উদ্দিনের সঙ্গে প্রেম করে বিয়ে করে পারেছা বেগম। তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। ৪/৫ মাস আগে তাঁরা চকরিয়া গিয়ে পৌরসভার মৌলভিরচ্যর এলাকায় বাসাভাড়ায় বসবাস করছেন।

ভাড়া বাসার অন্য ভাড়াটিয়া ও প্রতিবেশ লোকজন জানান, বিভিন্ন সময় স্বামী স্ত্রী দুইজনের কথা কাটাকাটি হতো। এতে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিলো না। এরইমধ্যে বুধবার ভোরে ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে গৃহবধূ পারেছা বেগম।

নিহতের পিতা মোহাম্মদ হোসেন জানান, আমার মেয়ে কি জন্য আত্মহত্যা করেছে, সেটা আমি জানি না। আমার মেয়ে ও তার স্বামীর মধ্যে কোন বিভেদ হয়েছে কিনা সেটাও জানা নেই। তবে আমার মেয়ের মৃত্যুর বিষয়টি উদঘাটন করতে ময়না তদন্তের দাবি জানাচ্ছি।

নিহতের পরিবার সদস্যরা বলেন, পারেছা বেগম ২/৩ দিন আগে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তার বড় ভাই বিদেশ থেকে বাড়িতে এসেছে। ভাইকে দেখে আসার সময় ভাই তাকে, (পারেছা) একটি কম্বল দেয়। সে কম্বলটি নিয়ে চকরিয়া পৌরসভার ভাড়া বাসায় চলে যায়। বাপের বাড়ি থেকে যাবার একদিন পর বুধবার সকালে পারেছা বেগম ভাড়া বাসায় ফাঁসি খেয়ে মৃত্যুবরণ করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, নিহত পারেছা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ##


আরো খবর: