শিরোনাম ::
সরকার এনসিপিকে পৃষ্ঠপোষকতা করে পক্ষপাতদুষ্ট আচরণ করছে নিহত পাইলট তৌকিরের পরিবারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ সীমান্তে উত্তপ্ত থাইল্যান্ড-কম্বোডিয়া, নিঃশর্তভাবে সংঘাত বন্ধের আহ্বান কম্বোডিয়ার চকরিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ক্রেস্ট উপহার নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে গেল যাত্রীবাহী বাস, আহত ২০ কুমিল্লায় হত্যা-মাদক, চাঁদাবাজিসহ ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা আগামী নির্বাচনের ‘আধুনিক হুমকি’ নিয়ে যা বললেন সিইসি মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এবার মৃত্যুর মিছিলে যোগ হলো জারিফ হামাস আসলে কোনো চুক্তিতে যেতে চায় না, তারা মৃত্যুকেই বেছে নিচ্ছে এনসিপি কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজের দল নয়
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো নিখোঁজ তিন শিক্ষার্থী ও দুজন অভিভাবক

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫


ঢাকা, ২৪ জুলাই – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী অ্যাকাডেমিক ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

বিবৃতির তথ্যমতে, মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী, দুজন শিক্ষক ও দুজন অভিভাবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়া তিনজন শিক্ষার্থী ও দুজন অভিভাবক এখনো নিখোঁজ বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ জুলাই দুপুর ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয় এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান। এতে গুরুতর আহত হয়েছেন ৫১ জন, যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৪০ জন। বাকিদের মধ্যে সাতজন শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া ও একজন পিয়ন। এখনো নিখোঁজ তিনজন শিক্ষার্থী ও দুজন অভিভাবক।

মাইলস্টোন কর্তৃপক্ষ জানায়, ২২ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিমানবাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থী ও সন্তান হারানোর এ চরম শোকসন্তপ্ত অবস্থায় যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা সবার দোয়া ও সহমর্মিতা কামনা করছি।



আরো খবর: