কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আলা উদ্দিন (২৭) নামের টমটম ইজিবাইক গাড়ির চালক এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল দশটার দিকে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজী পাড়া এলাকায় ঘটেছে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা।
নিহত আলা উদ্দিন ওই এলাকার কালা মনুর ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এম নুরুস শফি।
নিহতের পরিবার সদস্যরা জানান, আলা উদ্দিন শনিবার সকাল ১০ টার দিকে বাড়িতে নিজের টমটম গাড়ি থেকে চার্জার খোলার সময় ট্যাংকারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাৎক্ষণিক পরিবার সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাররীক অবস্থা পরীক্ষা করে তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন যুবকের মৃত্যু হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। পরিবারের সঙ্গে কথা বলে আবেদনের আলোকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ##