শিরোনাম ::
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাজারো হাঁড়ি-পাতিল, কিন্তু কেন? ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি, এক বছরে আয় ১৫ কোটি ৬৫ লাখ টাকা স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চোর হলেন বিবিএ পাস যুবক! ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা থাইল্যান্ড-কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প কনসার্ট সফরে কানাডা যাচ্ছে ওয়ারফেজ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি ও পুনর্বাসনের আহ্বান জামায়াত আমিরের

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫


ঢাকা, ২৫ জুলাই – জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেক ব্যক্তির পরিবারের সদস্যদের সম্মানের ভিত্তিতে চাকরি ও পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “এটি কোনো কোটা নয়, এটি শহীদ পরিবারের প্রতি জাতির দায়িত্ব।”

শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। “জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি” এবং “ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশ”-এর যৌথ আয়োজনে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

জামায়াত আমির বলেন, “যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ। তাঁরা জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন। এখন তাঁদের পরিবারের সদস্যদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। শহীদ পরিবার ভিক্ষা চায় না, তারা চায় সম্মানের সঙ্গে বাঁচতে।”

চাকরির দাবিকে ‘কোটা’ বলতে রাজি নন শফিকুর রহমান। তাঁর ভাষায়, “কোটা হচ্ছে যুগ যুগ ধরে চৌদ্দগোষ্ঠীর কপালে যেটা ঝুলায়ে দেওয়া হয়, সেটার নাম কোটা। শহীদ পরিবার সেটি চায়নি, আমাদের দায়িত্ব তাঁদের হাতে সম্মানের সুযোগ তুলে দেওয়া।”

তিনি আরও বলেন, “শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদের দাবি জানিয়েছেন। এটি শুধু তাঁদের একার নয়, দেশের ১৮ কোটি মানুষের মুক্তির সনদ। অথচ ঐকমত্য কমিশনে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হলেও বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে না।”



আরো খবর: