শিরোনাম ::
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাজারো হাঁড়ি-পাতিল, কিন্তু কেন? ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি, এক বছরে আয় ১৫ কোটি ৬৫ লাখ টাকা স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চোর হলেন বিবিএ পাস যুবক! ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রে ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা থাইল্যান্ড-কম্বোডিয়াকে যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প কনসার্ট সফরে কানাডা যাচ্ছে ওয়ারফেজ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের নীরবতা, তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

লিবিয়ায় ব্যাপক অভিযান, দেড় হাজার অনিবন্ধিত অভিবাসী শ্রমিক আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫


ত্রিপোলি, ২৬ জুলাই – উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্ব ত্রিপোলির এক এলাকায় অভিযান চালিয়ে অন্তত দেড় হাজার অনিবন্ধিত অভিবাসী শ্রমিককে আটক করেছে কর্তৃপক্ষ। শনিবার ওই অভিবাসীদের আটক করা হয় বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির শ্রমমন্ত্রী আলী আল-আবেদ সাংবাদিকদের বলেছেন, শনিবারের তল্লাশি অভিযানে দেখা যায়, ‌‌কিছু আবাসন শাখায় অনিবন্ধিত বিদেশি শ্রমিকদের বসবাস করছেন। এই শ্রমিকরা বিভিন্ন দেশের নাগরিক। তবে লিবিয়ায় তাদের বসবাসের অনুমতি নেই। এছাড়া তাদের কাছে বৈধ পাসপোর্ট কিংবা স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনও নথিও পাওয়া যায়নি।

পশ্চিমা সামরিক জোট ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে ২০১১ সালে দীর্ঘদিনের শাসক মোয়াম্মার গাদ্দাফির পতন ও হত্যাকাণ্ডের পর থেকে সংঘাতে জর্জরিত লিবিয়া। বর্তমানে দেশটিতে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর প্রশাসন শাসন কাজ পরিচালনা করছে। এর মধ্যে একটি প্রধানমন্ত্রী আবদেলহামিদ দাবেইবাহ পরিচালিত ত্রিপোলিভিত্তিক সরকার এবং অপরটি পূর্বাঞ্চলভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রশাসন।

ইতালির উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্বে লিবিয়ার অবস্থান হওয়ায় ইউরোপগামী অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ যাত্রাপথ হয়ে উঠেছে দেশটি। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।

ত্রিপোলির পূর্বের যে এলাকায় অভিবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে, সেখানে অস্থায়ী শিবির ছিল। এই শিবির উচ্চ প্রাচীরে ঘেরা এবং সেখানে বিশাল প্রবেশ দ্বার রয়েছে। ওই এলাকায় মিসরীয় ও সাব-সাহারা আফ্রিকার অভিবাসীরা বসবাস করতেন।

তবে অভিবাসীদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো হবে কি না, তা স্পষ্ট নয়। চলতি মাসের শুরুর দিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন কমিশনার এবং গ্রিস, ইতালি ও মাল্টার মন্ত্রীরা লিবিয়ায় সফর করেন। ওই সময় তারা উত্তর আফ্রিকার এই দেশটি থেকে অনিয়মিত অভিবাসন ইস্যুতে লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ জুলাই ২০২৫



আরো খবর: