কুতুবদিয়া প্রতিনিধি::
কুতুবদিয়ায় উপজেলা প্রশাসন ও সমাজসেবার যৌথ উদ্যোগে জুলাই পুনর্জাগরণে শপথ গ্রহণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার ক্যথোয়াইপ্রু মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২৬ জুলাই শনিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রেজাউল হাছান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরমান হোসেন, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম হাছান কুতুবী, মিডিয়াকর্মী আবুল কাশেম, মো: মনিরুল ইসলাম, বিভিন্ন এতিমখানা মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবার সহকারী কর্মকর্তা হাসান মুরাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবার সহকারী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন সাহেদ, কহিনুর আক্তার ও বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
পরে বিভিন্ন ভাতাভোগীদের ভাতার বহি, প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড, গরীব অসহায় রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।