কুতুবদিয়া প্রতিনিধি:: আহলে সুন্নাত ওয়াল জামা’আত কুতুবদিয়া উপজেলায় নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ২৬ জুলাই (শনিবার) কমিটির সভাপতি হযরত শাহ আবদুল মালেক আল কুতুবী (রাহ.) সুযোগ্য শাহজাদা আবদুল করিম আল-কুতুবীর সভাপতিত্বে ইলহাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে উপদেষ্ঠা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট আক্কাস উদ্দিন কুতুবী, মাওলানা সামশুল আলম আল-কাদেরী, গাজী জাফর আলম সওদাগর, মাওলানা আতিক উল্লাহ আজমী, মাওলানা জাকারিয়া, সিনিয়র সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন আল-কাদেরী, সহ-সভাপতি মাওলানা আবদুর রশীদ আল-কুতুবী, মাওলানা খোরশেদুল আলম, হাফেজ মাওলানা এনামুল হক, হাফেজ মাওলানা আবদুল্লাহ আল-ফয়সাল, হাফেজ মাওলানা আবদুর রহীম, হাফেজ মাওলানা আবদুল মান্নান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তানভীর, হাফেজ মাওলানা জিল্লুর রহমান, হাফেজ মাওলানা আলী আজগর, মুহাম্মদ মেহেদী হাছান ও সঞ্চালনা করেন হাফেজ মাওলানা আসিফুর রহমান।
নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান উপদেষ্ঠা কমিটির সদস্য এডভোকেট মাওলানা আক্কাস উদ্দিন।