শিরোনাম ::
ইরান পুনরায় পারমাণবিক স্থাপনা গড়লে ফের হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের সবাইকে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানালেন তাসকিন থাইল্যান্ডে একটি মার্কেটে ৫ জনকে হত্যা করে বন্দুকধারীর আত্মহত্যা তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় জিডি! ‘তাৎক্ষণিক ও শর্তহীন’ যুদ্ধবিরতি’তে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া দেশের ৩ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস, ভূমিধসের সম্ভাবনা অভিনব কৌশলে পাচারকালে উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ উখিয়ায় সাবেক জনপ্রতিনিধির বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মাঠে দুদক কক্সবাজারে ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ে প্রতিবন্ধকতা ও সম্ভাবনা শীর্ষক সংলাপ টেকনাফে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, অটোরিকশা জব্দ
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপি সচেতনভাবে সামনে এগোচ্ছে

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫


ঢাকা, ২৮ জুলাই – রাষ্ট্রকাঠামো পরিবর্তনে বিএনপি সচেতনভাবে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন। জনগণের যেটা প্রয়োজন এবং যুগের সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্রকাঠামো পরিবর্তনের ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। সচেতনভাবেই আমরা সামনের দিকে এগোচ্ছি।

গতকাল রবিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে ‘ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের সংকট : পদ্মা ব্যারাজ ও বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রকৌশলী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। দ্বিতীয় পদ্মা সেতুর আবশ্যিকতা নিয়ে আরেকটি তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকৌশলী শহিদুল ইমাম। অনুষ্ঠানের শুরুতে উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ পাইলট তৌকির ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আজকাল অনেকে অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে। সংস্কারের বিষয়ে আমরা অনেক আগেই উপলব্ধি করেছি। ২০১৬ সালে আমরা প্রথম ভিশন-২০৩০ দিয়েছি। সেখানে সমস্ত পরিবর্তনের কথা, সংস্কারের কথা প্রথম বিএনপির পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন।

২০২২ সালে আমাদের নেতা তারেক রহমান সাহেব ৩১ দফা দিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘একজন রাজনীতিবিদ হিসেবে এইটুকু বুঝি যে আমার দেশের মানুষের পালস আমি বুঝি। আমার দেশের মানুষ ওপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ব্যবস্থা চায়; এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু সমস্ত বিষয়ের সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। ফ্যাসিস্ট সরকার পতনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তাকে এগিয়ে নিতে হবে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ফারাক্কার কারণে বাংলাদেশের এক-তৃতীয়াংশ, কেউ বলে ৩৭ শতাংশ মানুষ-জমি প্রকটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সবাই বুঝি কী হয়েছে? আমার কাছে আশ্চর্য লাগছে, ৩০ বছরের যে গঙ্গা চুক্তি হয়েছিল, সেটি আগামী বছর শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি কেউ আলোচনা শুনেছেন, এই চুক্তিকে আগামী দিনে আমরা কী ধরনের দর-কষাকষি করে আমার পক্ষে রাখার চেষ্টা করব? সেটার কারিগরি এবং অন্যান্য ধরনের আলোচনা আমি শুনতে পাই না।’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পানি বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘গঙ্গা ব্যারাজ না হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভবিষ্যৎ খুব খারাপ অবস্থায় যাবে। আপনারা নিজের দেশটাকে কতটুকু জানেন? জানেন না। সাতক্ষীরা-খুলনা-বাগেরহাট-বরগুনার দক্ষিণাংশে এরই মধ্যে জনসংখ্যা গ্রোথ ইজ নেগেটিভ। মানুষ ওখান থেকে পালাচ্ছে! কারণ সেটা বসবাসযোগ্য নেই। জলবায়ুর পরিবর্তনের বিষয়টা যোগ করলে, ৩০-৪০ বছরে ওই অংশগুলো বসবাসযোগ্য থাকবে না। কাজেই এখন থেকে যদি চিন্তা করতে হয়, তাহলে দক্ষিণ-পশ্চিমাংশকে পানি দিতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহার মো. হাফিজুল হক, ব্র্যাকের চেয়ারম্যান অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান, পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন খান জালাল প্রমুখ।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২৮ জুলাই ২০২৫



আরো খবর: